Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) এ কিভাবে হোস্টিং অ্যাকাউন্ট/সি-প্যানেল তৈরি করবেন

$
0
0

সবাকে আবারো ধন্যবাদ দিয়ে টিউন লেখা সুরু করতেছি। আশা করি সবাই ভাল আছেন। আজকে আলোচনা করবো কিভাবে ওয়েব হোস্ট ম্যানেজার এ হোস্টিং অ্যাকাউন্ট/সি-প্যানেল তৈরি করবেন। এর আগের টিউন এ আলোচনা করেছিলাম কিভাবে হোস্টিং প্যাকেজ তৈরি করবেন সেটা। ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন এখানে

যাহোক কাজের কথায় আসি। আগের টিউন এ কিভাবে ওয়েব হোস্ট প্যানেল এ লগিন করতে হয় দেখিয়েছিলাম তাই আর ঐ আলচনায় গেলাম না।

নিছের ভিডিও টি দেখুন আশা করি বুঝতে পারবেন।

এরপরেও না বুঝলে নিছের উপায় অনুসরন করুন।

প্রথমে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে WHM এ লগিন করুন।

এরপর বামদিকের মেনু থেকে Create a New Account এ ক্লিক করুন। না বুঝলে নিছের ছবিতে দেখুন।

create a new cpanel account-anytechtune

 

এরপর একটা পেজ ওপেন হবে এখানে আপনার ডোমেইন ইনফর্মেশন দিন।

domain information1-Anytechtune

এখন দাগ দেয়া জায়গায় ডোমেইন ইনফর্মেশন দিন। আশা করি ছবি দেখে বুঝতে পারছেন।

>> প্রথমে ডোমেইন নেম দিন

>> এরপর ইউজারনেম দিন যেটা দিয়ে সি-প্যানেল এ লগিন করবেন

>> এরপর পাসওয়ার্ড দিন

>> এরপর ইমেইল অ্যাড্রেস দিন

>> এবং শেষে যেকোনো একটা  প্যাকেজ সিলেক্ট করুন।

এরপর কিছু করার দরকার নাই। সুধু শেষে Mail Routing Setting এ গিয়ে  (recommended) সিলেক্ট করে দিন। না বুঝলে ছবিতে খেয়াল করুন।

domain information2-Anytechtune

সবসেশে create এ ক্লিক করুন। ব্যাস কাজ সেশ। তৈরি হয়ে গেল একটা হোস্টিং অ্যাকাউন্ট।

এখন নিছের লিঙ্ক এ যান দেখবেন একটা লগিন প্যানেল এসে গেছে

http://e-hostbd.com/cpanel অথবা http://e-hostbd.com:2082/

এখানে আপনার দেয়া ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। আশা করি সবাই ভাল করে বুঝতে পেরেছেন। না বুঝলে টিউমেন্ট করুন। এর পরের টিউন এ নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশা-আল্লাহ।
প্রথমে আমি এই টিউন লিখেছিলাম অ্যানিটেকটিউনস এ। যদি আপনাদের ভালো লাগে আশা করি একবার হলেও ঘুরে আসবেন অ্যানিটেকটিউনসে। প্রথম প্রকাশের লিঙ্ক 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles