Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Walton Primo EF7-Hands On review

$
0
0

আবারো আসলাম আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোনের রিভিউ নিয়ে। সাধ্য এবং বাজেটের সংমিশ্রণ আছে এমন একটি স্মার্টফোনের রিভিউ করবো আজকে। আমাদের আজকের রিভিউ Walton Primo EF7 নিয়ে। আশা করি আমার এই রিভিউ-টি স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেবে। আমার রিভিউ এ থাকছে Primo EF7 এর ডিজাইন, গঠন ক্যামেরা এবং আরো অন্যান্যা বিষয়। আমার রিভিউ-এ আমি কথা বলবো ডিভাইসটির বিভিন্ন ফিচার সম্পর্কে। “মেড ইন বাংলাদেশ” Primo EF7″ এর বাজার মূল্য রাখা হয়েছে  ৪,৪৯৯ টাকা। অল্প দামের মাঝে Primo EF7 ডিভাইসটি আপনাকে অফার করছে আকর্ষণীয় সব ফিচার। Primo EF7 – এ রয়েছে 4.95” Full view Display, 2.5D Curved Glass, ১ জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরী, ৫ মেগাপিক্সেল রিয়্যার ২১০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি সহ আরো অনেক ফিচার।

Primo EF7 এর উল্ল্যেখযোগ্য ফিচার সমূহ

 

ডিভাইসের নাম Primo EF7
ডিসপ্লে: 4.95″ Full View Display
প্রোটেকশন 2.5D Curved Glass
র‌্যাম ১ জিবি
রম ৮ জিবি ( ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ মালি ৪০০
ক্যামেরা রিয়্যার ৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ২ মেগাপিক্সেল
ব্যাটারি ২১০০ মিলি এ্যম্পিয়ার
দাম ৪,৪৯০ টাকা।

Primo EF7 এর ভালা লাগা ফিচার গুলো

** রেডিও উইথ রেকর্ডিং ফিচার

** মাল্টি উইন্ডো

** ও টি জি

ডিসপ্লে এবং টাচ

Primo EF7 এ রয়েছে ৪.৯৫” Full View Display. Display-তে রয়েছে FWVGA টেকনোলিজি। ডিসপ্লের রেজুল্যুশন ৪৮০ x ৯৬০ পিক্সেল। টাচ রেছপঞ্ছ বেশ ভালো এবং ল্যাগ ফ্রি। ডিসপ্লে-তে ২ আংগুল পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করে।

র‌্যাম এবং রম

Primo EF7 এ  রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ

Primo EF7 এ রয়েছে ১.২ গিগাহার্টজ প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.ইউ. দাম হিসেবে এই কম্বিনেশণ আমার কাছে  যথেষ্ট্য মনে হয়েছে।

আনবক্সিং

Primo EF7 এর সাথে আপনারা পাচ্ছেন

** একটি Standard Ear phone,

** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল

** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন

আউটলুক

Primo EF7-এ রয়েছে ৪.৯৫” Full View Display. ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

Primo EF7 এর উপরের দিকে রয়েছে মাইক্রো ইউ.এস.বি চার্জিং পোর্ট এবং অডিও পোর্ট। রিয়্যার প্যানেলে রয়েছে ফ্লাশ লাইট সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।

ব্যাকপার্ট-টি কার্ভ রাখা হয়েছে। যার ফলে ডিভাইসটির হ্যান্ড গ্রিপাবেল। ডিভাইসটির পেছনের পার্ট-টি রিমুভেবল। সিম কার্ড এবং মাইক্রো এস.ডি পোর্ট গুলো রয়েছে ব্যাটারির উপরের দিকে।

ব্যাটারি ব্যাকাপ রয়েছে ২১০০ মিলি এ্যম্পিয়ার। ডিভাইসটির দৈর্ঘ্য ১৩৩ মিলিমিটার, প্রস্থ্য ৬২.২৩ মিলিমিটার এবং পূরুত্ব ৯.৫ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৩৫ গ্রাম মাত্র।

ইউজার ইন্টারফেস

Primo EF7 এ পাবেন গুগলের স্টক এ্যন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। লাইট ইউজার ইন্টারফেস থাকার কারণে ব্যাটারি ব্যাকাপ তুলনামুলক ভাবে একটু বেশি পাবেন।   এছাড়া OTA আপডেটের মাধ্যমে পরবর্তী আপডেট পাওয়া যাবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

অপারেটিং সিস্টেম

Primo EF7 এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android Nougat 7.0 অপারেটিং সিস্টেম।

ক্যামেরা

এন্ট্রি লেভেলের এই ফোনে ছবি তোলার জন্য উভয় রিয়্যার প্যানেলে রয়েছে ৫  মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া সেলফি এবং VIDEO Calling এর জন্য ফ্রন্ট প্যানেলে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় বেশ কিচু ফিচার রয়েছে।

রিয়্যার ক্যামেরা দিয়ে তোলা ছবি মোটামুটি মানের।

কানেক্টিভিটি এবং সেন্সর

Primo EF7 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:

Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি।
Primo EF7 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG, OTA, WLAN Hotspot ইত্যাদি।

বেঞ্চমার্ক স্কোর

Primo EF7 এর এনটুটু স্কোর কিন্তু বেশ ভালো। ২০,৩৭২ স্কোর এসেছে Primo EF7 এ।

দাম

Primo EF7 এর বাজার মূল্য রাখা হয়েছে ৪,৪৯৯ টাকা। আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।

 

 

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles