Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

আমি কি সঠিক ও শুদ্ধভাবে আমার মাতৃভাষায় কথা বলতে পারি?

$
0
0

ভাষা আমার জাতিসত্ত্বার প্রথম পরিচয়, আমি বাঙালি , বাংলা আমার মাতৃভাষা, আমি বাংলায় কথা বলি। আমি আমার দেশকে ভালবাসি।

আমি দুইটা বা তিনটা ভাষায় কথা বলতে পারি। এটা নিঃসন্দেহে আমার একটা বড় প্রাপ্তি। কিন্তু আমি কি সঠিক ও শুদ্ধভাবে আমার মাতৃভাষায় কথা বলতে পারি?একটু ভেবে দেখুন, যখন আপনি ভিন্ন ভাষাবাসীর কারো সাথে কথা বলতে যাবেন তখন যদি সে আপনার ভাষায় ভুল খোঁজে পায়, তাহলে ব্যাপারটা কেমন হবে?

যে তার নিজের মাতৃভাষাটাই সঠিক ভাবে বলতে পারছে না, তার অনেক ভাষায় দক্ষতার মুল্য কোথায়? আসুন আমরা সবাই সবার আগে সঠিক ও শুদ্ধ ভাবে আমাদের মাতৃভাষা বলার অভ্যাস গড়ি।
আর সেই অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যেই আমাদের বাংলা নিয়ে চর্চার কিছু পদক্ষেপ আপনাদের কাছে তুলে ধরছি। নিচের লিঙ্ক এ আপনারা ধাপে ধাপে কিছু এপ পাবেন যা আপনাকে বাংলা সথিকভাবে শিখতে ও বলতে পারায় সাহায্য করবে। আমাদেরও ভুল হতে পারে, তাই এই এপ গুলোতে যদি কোন ভুল ত্রুটি খুজে পান তবে আমাদের জানালে আমরা আন্তরিকভাবে খুশি হব। আপনাদের সহযোগিতাই আমাদের কর্মস্পৃহা দিগুন করে দিবে। 🙂

প্রাথমিক ভাবে শুরু করা আমাদের কিছু এপ এর লিঙ্ক নিচে দেয়া হল। এপ গুলোকে যথাসাধ্য আপনাদের ব্যবহারের সুবিধার জন্য চেষ্টা করা হয়েছে।

এপ এর বিষয় সমুহঃ
১। সমার্থক শব্দঃ  https://play.google.com/store/apps/details?id=com.underdevs.banglasynonyms
২। বাংলা বাগধারাঃ https://play.google.com/store/apps/details?id=com.underdevs.baghdhara
৩। এক কথায় প্রকাশঃ https://play.google.com/store/apps/details?id=com.underdevs.ekkothayprokash

ধন্যবাদ সবাইকে


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles