দেশীয় পন্য ও হস্তশিল্পকে বিশ্বব্যাপী তুলে ধরতে এসেছে অনলাইন শপিং সাইট লাইফশপারস.কম
বিশ্বব্যাপী বাংলাদেশী পন্যের প্রচার ও প্রসার এ কাজ শুরূ করেছে নতুন ইকমার্স সাইট লাইফশপারস.কম। দেশায় জামদানী শাড়ি, টাঙ্গাইল শারী, হস্তশিল্প, তাত সহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে বহন করে ৈএমন সব পন্য নিয়ে হাজির হয়েছে লাইফশপারস.কম। সাড়া বিশ্বে বাংলাদেশী বিভিন্ন পন্যের সুনাম ও খ্যাতি রয়েছে । সেই সাথে রয়েছে এর বিপুল চাহিদা।
আশা করা যাচ্ছে ভিন্ন আঙ্গিকে গড়ে ওঠা নতুন এই অনলাইন শপিং সাইট দেশের রপ্তানি শিল্পকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
ফেসবুকে লাইফশপারস: https://facebook.com/lifeshoppers