Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Walton Primo HM4i-Power House in the city

$
0
0

মান সম্মত পন্য আর গুনগত মান নিয়ে ওয়লটন ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে আস্থা অর্জন করেছে। কম দামে যে ভালো কনফিগারেশন সম্পন্ন স্মার্টফোন পাওয়া যায় তার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করেছে ওয়ালটন। আর ইদানিং বাংলাদেশে স্মার্টফোন তৈরী করাতে ওয়ালটন এখন তুলনামুলক অনেক কম দামে স্মার্টফোন লঞ্চ করছে। Walton Primo HM4i তারই জ্বলন্ত এক উদাহরণ। ডিভাইসটির বিস্তারিত বিবরণে যাবার আগে ডিভাইসটির এক ঝলক জেনে নেই: Walton Primo HM4i,  ৭,৪৯০ টাকার ডিভাইসের ফিচার গুলোর কারণেই এই ডিভাইসটি আপনার মনোযোগ  আপনাকে আর্কষণ করতে সক্ষম। ডিভাইসটিতে রয়েছে 5.5” HD Display, 1 GMB RAM, 8 GB ROM, 3800 mAh Battery সহ আরো অনেক ফিচার। আমার রিভিউ এ আমি তুলে ধরবো Primo HM4i এর ভালো মন্দ দিক গুলো।

এক নজরে Primo HM4i

 

ডিভাইসের নাম Primo HM4i
ডিসপ্লে: 5.5″ HD IPS Display
প্রোটেকশন 2.5D Curved Glass
র‌্যাম ১ জিবি
রম ৮ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ মালি ৪০০
ক্যামেরা রিয়্যার ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ৮ মেগাপিক্সেল
ব্যাটারি ৩৮০০ মিলি এ্যম্পিয়ার
দাম ৭,৪৯০ টাকা।

Primo HM4i এর ভালা লাগা ফিচার গুলো:

** মেটাল ডিজাইন

** ফিংগার প্রিন্ট সেন্সর

** ও টি জি

** 3 in one Slot

ডিসপ্লে এবং টাচ

Primo HM4i এ রয়েছে 5.5” 2.5D HD Display. Display-তে রয়েছে IPS টেকনোলিজি। ডিসপ্লের রেজুল্যুশন 1280x 720 পিক্সেল।

র‌্যাম এবং রম

Primo HM4i এ  রয়েছে DDR3 ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ

Primo HM4i এ রয়েছে ১.৩ গিগাহার্টজ প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.ইউ। মিডিয়াম লেভেলের গেমস খেলার জন্য পর্যাপ্ত।

আনবক্সিং

Primo HM4i এর সাথে আপনারা পাচ্ছেন

** একটি Standard Ear phone,

** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল

** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন

** সিম ইজেক্টর

** ব্যাক কভার

 

গেমিং পারফরমেন্স:

Primo HM4i মিডিয়াম লেভেলের সকল গেমসই খেলা যাবে। Asphalt 8, Fifa 14/15, MC 4 গেমস গুলো ভাল ভাবেই রান করতে পেরেছি।

আউটলুক

Primo HM4i-এ রয়েছে 5.5” 2.5D HD IPS Display. ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

Primo HM4i এর উপরের দিকে রয়েছে মাইক্রো ইউ.এস.বি চার্জিং এবং অডিও পোর্ট।

রিয়্যার প্যানেলে রয়েছে ফ্লাশ লাইট সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে বাম পাশে। এছাড়া সিম কার্ড ট্রে- রয়েছে ডিভাইসের ডান পাশে।

সম্পূর্ণ মেটালিক ফ্রেমে তৈরী ডিভাইসটির ব্যাকপার্ট-টি কার্ভ রাখা হয়েছে। এ্যন্টেনা ব্যান্ড রয়েছে ক্যামেরা এবং ডিভাইসের নিচের দিকে। ডিভাইসটির হ্যান্ড গ্রিপ বেশ ভালো। ডিভাইসটি-তে রয়েছে  নন রিমুভেবল ৩৮০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

 

ডিভাইসটির দৈর্ঘ্য ১৫৪ মিলিমিটার, প্রস্থ্য ৭৭ মিলিমিটার এবং পূরুত্ব ৮.৪ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৬৮.৩ গ্রাম মাত্র।

হাতে সময় থাকলে উপরের আলোচনা গুলো একটু মিলিয়ে নিন।

ইউজার ইন্টারফেস

Primo HM4i এ স্টক এ্যন্ড্রয়েড ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে। এছাড়া OTA আপডেটের মাধ্যমে পরবর্তী আপডেট পাওয়া যাবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

অপারেটিং সিস্টেম

Primo HM4i এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android Nougat 7.0 অপারেটিং সিস্টেম।

 

 

ক্যামেরা

Primo HM4i এর ক্যামেরা কোয়ালিটি আমাকে অবাক করেছে। ডিভাইসটির উভয় পাশেই রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।  ডিভাইসটি দিয়ে তোলা ছবি গুলো দেখে নিন।

কানেক্টিভিটি এবং সেন্সর

Primo HM4i এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:

Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি।
Primo HM4i এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG, OTA, WLAN Hotspot ইত্যাদি।

বেঞ্চমার্ক স্কোর

Primo HM4i এ আমরা এ্যনটুটু এবং গিকবেঞ্চ টেষ্ট করেছি। চলুনমস্কোর গুলো দেখে নেই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দাম

Primo HM4i এর বাজার মূল্য রাখা হয়েছে ৭,৪৯০ টাকা। আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।

 

 

 

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles