Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Primo GF7-Hands on review, best quality with at low price

$
0
0

এই ঈদে বাজেটের মধ্যে যদি স্মার্টফোন কিনতে চান তো সবার আগে যে স্মার্টফোনের কথা মাথায় আসে তা হলো Primo GF7. এটি সাকসেসফুল Primo GF সিরিজের ৭ম স্মার্টফোন। আর এই সিরিজটি লো বাজেটের মধ্যে বেষ্ট স্মার্টফোন বাজারে লঞ্চ করে বলে ইউজারদের মধ্যে Primo GF7 নিয়ে একটু আগ্রহ বেশি। ৫,৯৯৯ টাকা মুল্যে এন্ট্রি লেবেলের এই স্মার্টফোনের প্রধান আকর্ষণ হলো ডিভাইসটি ৪জি সাপোর্টেড।  চলুন Primo GF7 নিয়ে একটু আলোচনা করেফেলি। আর ততক্ষন আমার সাথেই থাকুন।

প্রথমেই জেনে নেবো Primo GF7 এর উল্ল্যেখযোগ্য ফিচার সমূহ:

 

ডিভাইসের নাম Primo GF7
ডিসপ্লে: 5.34″ FULL View IPS Display
প্রোটেকশন 2.5D Curved Glass
র‌্যাম ১ জিবি
রম ৮ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.২৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ মালি ৪০০
ক্যামেরা রিয়্যার ৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ৫ মেগাপিক্সেল
ব্যাটারি ২৭০০ মিলি এ্যম্পিয়ার
দাম ৫৯৯৯ টাকা।

Primo GF7 এর ভালা লাগা ফিচার গুলো

** ৪জি সাপোর্টেড

** AOD (Always on Display)

** ফিংগার প্রিন্ট সেন্সর

** Android Oreo 8.1, Go Edition (Walton’s First Oreo Device)

** 18:9 Ful View Display

** 27000 mAh Battery

 

ডিসপ্লে এবং টাচ

Primo GF7 এ ব্যবহার করা হয়েছে রয়েছে 5.34” 2.5D Full View IPS Display. ডিসপ্লের রেজুল্যুশন রয়েছে 480x 960 পিক্সেল।

র‌্যাম এবং রম

Primo GF7 এ  রয়েছে DDR3 ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ

Primo GF7 এ রয়েছে ১.২৫  গিগাহার্টজ প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.ইউ।

আনবক্সিং

Primo GF7 এর সাথে আপনারা পাচ্ছেন:

** একটি Standard Ear phone,

** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল

** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন

গেমিং পারফরমেন্স

এন্ট্রি লেবেলের স্মার্টফোন হিসেবে Primo GF7এর গেমিং পারফরমেন্স কিন্তু বেশ ভালো। ফুল ভিউ ডিসপ্লে হবার কারণে গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো। এসফাল্ট ৮, ফিফা ১৪,১৫, এসফাল্ট নাইট্রা এই গেমস গুলো ১৮:৯ রেশিওতে খেলার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ।

আউটলুক

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী Primo GF7 এর ডিসপ্লে-তে রয়েছে ৫.৩৪”2.5D Curved Glass IPS Display. প্রথমেই আলোচনা করবো ডিভাইসটির সেলফি ক্যামেরা নিয়ে। ডিভাইসটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট।

ডিভাইসটির পেছনেও রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া ফিংগার প্রিন্ট সেন্সর রয়েছে ক্যামেরার নিচের দিকে।

Primo GF7 এর উপরের দিকে রয়েছে মাইক্রো ইউ.এস.বি চার্জিং এবং অডিও পোর্ট। ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।

ব্যাকপার্ট-টি রিমুভেবল। সিম কার্ড রয়েছে ব্যাটারির উপরের দিকে। ডিভাইসটি-তে রয়েছে  ২৭০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

 

ডিভাইসটির দৈর্ঘ্য ১৪৪.৭ মিলিমিটার, প্রস্থ্য ৭০ মিলিমিটার এবং পূরুত্ব ৯.৭ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৬২ গ্রাম।

হাতে সময় থাকলে উপরের আলোচনা গুলো একটু মিলিয়ে নিন।

ইউজার ইন্টারফেস

Primo GF7 এ ইউজ করা হয়েছে ষ্টক এ্যন্ড্রয়েড ৮.১ এর ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে কাষ্টমাইজড করা হয়েছে।

 

অপারেটিং সিস্টেম

Primo GF7 এ ইউজ করা হয়েছে লেটেস্ট Android 8.1 Oreo.

 

ক্যামেরা

এন্ট্রি লেভেলের এই ফোনে ছবি তোলার জন্য উভয় পাশেই রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এন্ট্রি লেবেলের স্মার্টফোন হলেও ডিভাইসটির ক্যামেরা ফিচার কিন্তু খারাপ না।

এবার চলুন ক্যামেরা দিয়ে তোলা ছবি গুলো  দেখে নেই।

কানেক্টিভিটি এবং সেন্সর

Primo GF7 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:

Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি।
Primo GF7 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG, OTA, WLAN Hotspot ইত্যাদি।

স্পেশাল ফিচার

** Radio with recording system.

এই ফিচারটি কিন্তু বেশ ইফেক্টিভ। বিশেষ  করে যারা গান শুনতে ভালোবাসেন।

** Smart Back Touch:

প্রথমেই আপনাদের বলেছি ডিভাইসটির ফিংগার প্রিন্ট রিয়্যার মাউনন্টেড। ধরুন, আপনি সেলফি তুলবেন কিন্তু হাতে সময় কম। তখন কিন্ত এই ফিংগার প্রিন্ট সেন্সর আপনাকে হেল্প করবে। জাষ্ট ফিংগার প্রিন্ট সেন্সরে একটা টাচ করুন ব্যাস হয়ে গেলো।

** 4G Enabled:

৬ হাজার টাকায় ৪জি সাপোর্টেড কোন ডিভাইস আছে কিনা আমার জানা নেই। কিন্তু Walton মাত্র ৬০০০ টাকার ডিভাইসেই দিচ্ছে ৪জি সুবিধা।

 

বেঞ্চমার্ক স্কোর

Primo GF7 এ আমরা গিকবেঞ্চ টেষ্ট করেছি। চলুন স্কোর-টি দেখে নেই।

দাম

Primo GF7 এর বাজার মূল্য রাখা হয়েছে ১ টাকা কম ৬ হাজার টাকা, মানে ৫,৯৯৯ টাকা মাত্র।  আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।

 

 

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles