শাওমীর নতুন ফ্যাবলেটের সামনের অংশের ছবি দেখা গিয়েছিল এক সপ্তাহ আগে, যার নাম দেয়া হয়েছিল শাওমী মি ম্যাক্স । গতকাল কোম্পানিটির ইংরেজি অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোনের একটি টিজার প্রকাশ পেয়েছে । এবারের ছবিতে দেখানো হয়েছে যে এক ব্যবহারকারীর পকেটে মাথা বের করে আছে মোবাইলটি অর্থাৎ আগের গুজবের খরব অনুযায়ী এটি ৬.৪ ইঞ্চি আকারের কোন ফোন হচ্ছে না, বরং তা হবে পকেটে রাখার মতো একটি ফোন । এর স্ক্রিনে থাকবে ১৪৪০x২৫৬০ কিউএইচডি রেজ্যুলুশন ।
অনুমান বলছে, শাওমী মি ম্যাক্স এ শক্তি যোগাবে স্ন্যাপপড্রাগন ৮২০ চিপসেট । অবশ্য আরেকটি গুজব বলছে আলাদা কথা । পরের সূত্র অনুযায়ী শাওমী তাদের এই সেটে প্রথমবারের মতো নিজেদের নতুন উৎপাদিত চিপসেট ব্যবহার করবে । একই ভাবে এই মোবাইলে ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের অবস্থান নিয়েও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায় । আগে মি ম্যাক্সের যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছিল তার উপরিভাগে কোন হোম বাটন ছিল না । তার মানে এই ফোনটিতে বায়োমেট্রিক স্ক্যানারটি লাগানো হয়েছে এর পেছনের অংশে । যেহেতু এবারের ছবি দেখে মনে হচ্ছে ফোন দেখতে ঠিক শাওমী মি ৫ এর মতো তাই হয়তো এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মি৫ এর মতো সামনেই সংযুক্ত করা হয়েছে ।
তবে এগুলি সবই অনুমান নির্ভর কথা । এখনও যেহেতু শাওমী তার মি ম্যাক্সের বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তাই চারিদিকে এর সম্পর্কে রহস্যময় নানান খবর পাওয়া যাচ্ছে । আশা করা যায় কোম্পানিটির ঘোষণা খুব শীঘ্রিই আমাদের আসল খবর জানাবে । সময় পেলে আমার ব্লগটা একটু ঘুরে আসবেন – TeleKhobor