সুপ্রিয় ফ্রিল্যান্সার বন্ধুরা,
আমি অনেকগুলো সাইট এ কাজ করার পদ্ধতি আপনাদের দেখিয়েছি। আমি প্রায়ই বলি যে, নেট এ অনেক গুলো স্ক্যাম সাইট আছে, যেগুলো অ্যাকাউন্ট এ ব্যাল্যান্স দেখায় কিন্তু সত্যিকার অর্থে টাকা প্রদান করে না। আবার অনেকগুলো সাইট এ মিনিমাম পেআউট অনেক বেশী হওয়ার কারনে অনেকেই কয়েকদিন কাজ করে বিরক্ত হয়ে ছেড়ে দেয়। কারন, টাকা পাওয়ার নিশ্চয়তা না থাকলে কাজ করার আগ্রহ থাকে না। তাই, আমি অনেকগুলো সাইট এ কাজ করে মিনিমাম পেআউট টাচ করে তার পর আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন টাকা পাই, তখন বুঝতে পারি যে, সাইটটি টাকা দেয়।