মিডরেঞ্জ বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনবেন কিন্তু কোন স্মার্টফোনটি কিনবেন সেটা বুঝতে পারছেন না। বাজারে হাজার মোবাইলের ভিরে বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনটি খুজে বের করা কষ্ট সাধ্য বৈকি। আশা করি আমার রিভিউ-টি আপনাদের স্মার্টফোন কেনার ব্যপারে সহায়ক হবে। আজকে রিভিউ করবো Walton এর মিডরেঞ্জ বাজেট কিং স্মার্টফোন Walton Primo R5 এর।
মাত্র ১০ হাজার টাকার ডিভাইসে আপনারা পাচ্ছেন ৪জি সুবিধা সহ লেটেষ্ট এ্যন্ড্রয়েড ৮.১ ওরিয় অপারেটিং সিস্টেম। সাথে রয়েছে ৩০০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি, ১৩ এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আরো অনেক ফিচার। Primo R5 এর কনফিগারেশন নিম্নরুপ:
ডিসপ্লে: | 5.72″ FULL View HD IPS Display |
প্রোটেকশন | Scratch Resistant 2.5D Curved Glass |
র্যাম | ২ জিবি |
রম | ১৬ জিবি ( ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) |
সি.পি.ইউ | ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর |
জি.পি.ইউ | Power VR Rogue GE8100 |
ক্যামেরা | রিয়্যার ১৩ মেগাপিক্সেল |
ফ্রন্ট ৮ মেগাপিক্সেল | |
ব্যাটারি | ৩০০০ মিলি এ্যম্পিয়ার |
দাম | ৯,৯৯৯ টাকা। |
Primo R5 এর যে ফিচার গুলো আপনার ভাল লাগবে:
** ৪জি সাপোর্টেড
** ফিংগার প্রিন্ট সেন্সর
** Android Oreo 8.1, Go Edition
** 18:9 Ful View Scratch Resistant Display
** 3000 mAh Battery
** OTG
ডিসপ্লে এবং টাচ
Primo R5 এ পাবেন 5.72” 2.5D Full View HD IPS Display. Display-তে রয়েছে ২০১৮ সালের সেরা ফিচার গুলোর একটি 18:9 Aspect Ratio. এছাড়া ডিসপ্লেতে ২৬ মিলিয়ন কালার সাপোর্ট করার পাশাপাশি ৫ আংগুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্টও করে।
র্যাম এবং রম
Primo R5 এ রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরী। এছাড়া ইন্টারনাল মেমেরাী ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo R5 এ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর এবং জি.পি.ইউ রয়েছে Power VR Rogue GE8100.
আনবক্সিং
Primo R5 এর সাথে আপনারা পাচ্ছেন
** একটি Standard Ear phone,
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** ব্যাক কভার
** ওয়্যারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল।
গেমিং পারফরমেন্স
Primo R5এ গেমস খেলে মজা পাবেন। ফুল ভিউ ডিসপ্লে-তে, ২ জিবি র্যাম, ভালো মানের জি.পি.ইউ হওয়ায় asphalt 8, MC5, PUBG থেকে সকল প্রকার গেমস খেলতে পারবেন অনায়াসে।
আউটলুক
Primo R5 এর গঠন দেখলে বোঝার উপায় নেই এটা প্লাষ্টিক মেইড। ডিভাইসটির ব্যাকপার্ট-টি এমন ভাবে ডিজাইন করা হয়েছে হাতে না নিলে বুঝতেই পারবেন না এটি প্লাষ্টিক মেইড।
Primo R5 এর ফ্রন্ট প্যানেলে রয়েছে 5.72” HD IPS Display. ফ্রন্ট প্যানেলে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।
3.5 MM Audio পোর্ট রয়েছে উপরের দিকে। এছাড়া ইউ.এস.বি চার্জিং পোর্ট রয়েছে ডিভাইসের নিচের অংশে।
ডিভাইসের পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় কিছুটা বাম্প থাকায় ব্যাক কাভার ইউজ করাটাই বেটার। না হলে ক্যামেরা গ্লাসে স্ক্র্যাচ পরতে পারে।
ব্যাকপার্ট-টি রিমুভেবল। সিম কার্ড+Micro SD Slot রয়েছে পাশাপাশি।ডিভাইসটি-তে রয়েছে ৩০০০ মিলি এ্যম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। ডিভাইসটির দৈর্ঘ্য ১৫২.৪ মিলিমিটার, প্রস্থ্য ৭২.১৮ মিলিমিটার এবং পূরুত্ব ৮.৩ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৪৫ গ্রাম মাত্র।
ইউজার ইন্টারফেস
Primo R5 এ ইউজ করা হয়েছে ষ্টক এ্যন্ড্রয়েড ৮.১ এর ইউজার ইন্টারফেস।
অপারেটিং সিস্টেম
Primo R5 রয়েছে 8.1 Oreo অপারেটিং সিস্টেম।
ক্যামেরা
Single Camera দিয়ে পোর্ট্রেইড মোডে ছবি তোলা আরো বেশ কিছু স্মার্ট ফিচার রয়েছে। ফিচার গুলো দেখে নিন।
এছাড়া ক্যামেরায়া কোয়ালিটিও বেশ ভালো মিড রেঞ্জ বাজেট অনুসারে।
কানেক্টিভিটি এবং সেন্সর
Primo R5 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি।
Primo R5 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG, OTA, WLAN Hotspot ইত্যাদি।
স্পেশাল ফিচার
Face ID:
Finger Print দিয়ে যদি আনলক করতে বিরক্ত হন তো রয়েছে জনপ্রিয় আনলক সিস্টেম ফেস আইডি।
** নোটিফিকেশন লাইট:
এই ফিচারটি কিন্তু বেশ উপকারী। ফোন সাইলেন্ট অবস্থায় কোন কল আসলে বা ম্যাসেজ আসলে নোটিফিকেশন লাইট জ্বলতে থাকবে।
** Split Screen:
এক সাথে একাধিক কাজ করার জন্য রয়েছে Split Screen Option যার মাধ্যমে একাধিক এ্যপস একি সাথে কাজ করতে পারবেন।
** Smart Gesture:
Display Off থাকা অবস্থায় বিভিন্ন সাইনের মাধ্যমে এ্যপস অন করার সুবিধা রয়েছে।
বেঞ্চমার্ক স্কোর
Primo R5 এ আমরা এ্যনটুটু এবং গিকবেঞ্চ টেষ্ট করেছি আমি। চলুন স্কোর- গুলো দেখে নেই।
দাম
Primo R5 এর বাজার মূল্য রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা।