বিশ্ব ফুটবলের প্রায় সমস্ত সেরা পুরস্কারগুলো রয়েছে মেসির ঝুলিতে৷ নিজের ১৩ বছরের ফুটবল কেরিয়ারে বিশ্ব ফুটবলের একাধিক রেকর্ড ভেঙেছেন তিনি৷ গড়েছেনও প্রচুর নতুন রেকর্ড৷ ম্যারাডোনা ও পেলের মতো কিংবদন্তি ফুটবলাররা স্বীকার করেছেন যে, বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন লিও মেসি৷
এরকম একজন ফুটবলারের আর কি পাওয়ার থাকতে পারে ফুটবল থেকে? তবুও কেন এমন আবেগ নিয়ে বিশ্বকাপের আসরে নামা৷ আর্জেন্টিনার হারের দিন কান্নায় ভেঙে পড়া৷ উত্তরটা অনেকেরই জানা, মেসির ঝুলিতে একটিও বিশ্বকাপ নেই৷ এরকম এক প্রতিভাবান প্লেয়ার দলকে বিশ্বকাপ দিতে পারেননি৷ এই জ্বালায় তাড়া করে বেড়ায় লিওকে৷ যে কারণেই ২০১৪ বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হারের পর হতাশ হয়ে অবসর ঘোষণা করেছিলেন ফুটবল থেকে৷ বিশ্বের নানা প্রান্তের মানুষের অনুরোধে অবসর ভেঙে ফুটবলে ফেরেন আর্জেন্টিনার আশা-ভরসার প্রতীক মেসি৷