আপনি যদি একটি ওয়েবসাইট তৈরীর ব্যাপারে নিশ্চিত হয়ে থাকেন এবং আপনার ডোমেইন নেম আপনার ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে এ ব্যাপারটি সম্পর্কে অবগত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ডোমেইন কেনার আগে আপনাকে কিছু বিষয় নিয়ে ভাবতে হবে। একটি ওয়েবসাইট তৈরীর জন্য যে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়ে থাকে ডোমেইন কেনা তার মধ্যে প্রথম এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
একটি ডোমেইন একটি ব্যক্তিগত ব্লগ বা একটি ব্যবসায়িক ওয়েবসাইটের পরিচয় বহন করে। সাথে সাথে ওয়েবসাইট বা ব্লগের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতারও বেশ কিছু বিষয় ডোমেইন নেমের উপর নির্ভরশীল। তাই ওয়েবসাইট তৈরী করার চিন্তা মাথায় আসার সাথে সাথেই তাড়াহুড়া না করে ডোমেইন কেনার আগে কিছু বিষয় বিবেচনা করতে হবে।