ফরেক্স করার আগে ফরেক্স নিয়ে ভাবার আগে সাবধান হয়ে নিন.
ফরেক্স নিয়ে জানতে চাই ফরেক্স করতে চাই ভাই ফরেক্স কি? এই সব প্রশ্ন শুনে শুনে আমি ক্লান্ত আর অবাক করা আবদার তাদের আজকে সাবধান হয়ে নিন ফরেক্স নিয়ে। নিঃসন্ধেহে ফরেক্স ভালো আয়ের পথ ফরেক্স থেকে আয় করা যায় কিন্তু খুব সহজ নয় আর এটা সবার জন্য নয়।
বিজনেস মেন্টালিটিঃ প্রথমেই বলি ফরেক্স একটি ব্যাবসা কোন জব না ব্যাবসা পেশার মধ্যে সবচেয়ে কঠিন জিনিস আপনার বিজনেস মেন্টালিটি না থাকলে ব্যাবসা করে অভিজ্ঞতা না থাকলে ফরেক্স এ আশবেন না সময় অর্থ দুই ই হারাবেন।
কম বয়সঃ বয়স একটি বড় ব্যাপার ফরেক্স করতে আর্থিক সচ্ছলতা থাকা আবশ্যক অনেক বিনিয়গ ও দরকার, দরকার ধইর্য এবং আরো অনেক কিছু না কম বয়শি ছেলেদের থাকে না (হাতে গোনা দুই একজন ছাড়া) সুতরাং আপনার বয়স ১৮ থেকে ২৩ এর মধ্যে হলে ফরেক্স থেকে দূরে থাকাই ভালো।
পর্যাপ্ত বিনিয়গঃ বিনিয়গ যেকোন ব্যাবসায় বিনিয়গ আবস্যক ভালো বিনিয়গ না করলে ভালো আয় কথার থেকে আসবে? আর ফরেক্স বা শেয়ার ট্রেডিং এর মত ব্যাবসায় বিনিয়গ অনেক জরুরি আপনি যদি মনে করে ১০০/২০০ ডলার বিনিয়গ করে ফরেক্স থেকে আয় করে আপনার পুজি বাড়িয়ে কটিপতি হয়ে যাবেন তাহলে বোকার সর্গে বাস করছেন যা হবে আপনার ওই ১০০/২০০ ডলার পুরাটাই থাকবে না থাকবে ০০০ ফরেক্স শুরু করতে হবে কমপক্ষে ৫০০/১০০০ ডলার বিনিয়গ করতে হবে এবং ২০০/৩০০ ডলার লস করার খমতা সাহস থাকতে হবে। যারা ফরেক্স করে নিজের পরিবার চালায় যারা প্রফেশনাল ট্রেডার তাদের দেখুন তারা হাজার হাজার ডলার লস দিয়ে আজকে প্রফেশনাল তাদের কারোরি বিনিয়গ ১৫০০০ ডলার এর নিচে না।
আগে জানুনঃ ফরেক্স নিয়ে জানুন আগে জানুন ফরেক্স কি ফরেক্স নিয়ে কিছুই জানেন না ফরেক্স করতে চলে আশলে কিভাবে হবে কিছু ডোলার আপনাকে লস দিতে হবে কোন বিকল্প নেই কেউ যদি মনে করেন ডেমো দিয়ে সব শিখে ফেলবেন তাহলে আপনি বকার সর্গে আছেন। ডেমো আর রিয়েল ট্রেড এর মধ্যে অনেক তফাত।
ওভার কনফিডেন্সঃ বেশি কনফিডেন্স ভালো না ফরেক্স এ ৫% লোক লাভ করে বাকি ৯৫% লস করে আপনি যদি মনে করেন আমি পারবই তাহলে আগে দেখুন পারার যোগ্যতা আপনার আছে কিনা অনেকেই অনেক অনেক প্রবাদ বাক্য বলে আপনাকে পটাবে যেমন Impossible is the word of dictionary is false এইটা বেশি বলে সবাই ভাই দুনিয়াতে অনেক কিছু আসেরে ভাই Impossible একটা উদাহরন দেই আপনার পা যতই লম্বা হক আর আপনি যতই শক্তিসালি হন আপনি কিন্তু কখনই লাফ দিয়ে চাদে পউছাতে পারবেন না। পারবেন? উত্তর একটাই Impossible না আমি বলতাছি না যে ফরেক্স লাফ দিয়ে চাদে যাওয়ার মত কঠিন তবে খুব সহজ পথ না।
পার্ট টাইমঃ ভাই ফরেক্স কোন পার্ট টাইম জব না আপনি দিনে ২/৩ ঘন্টা সময় দিয়ে কিছুই করতে পারবেন না লস ছাড়া কেউ যদি আপনাকে বুঝায় পারবেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনাকে ইনভেসস্ট করায়ে আইবি কমিশন খাওয়ার পায়তারা করছে সে আর কিছু না। ফরেক্স এ অনেক এনালাইসিস নিউজ সার্চ অনেক কিছু করতে হয় ভাই অনেক সময় লাগে Business is a 24/7 job এইখানে কোন পার্ট টাইম নাই কোন ছুটি নাই রাজি থাকলে ফিট হলে ফরেক্স আপনার জন্য।