অনলাইনে অর্থ উপার্জনের জন্য রয়েছে নানা মাধ্যম। তন্মধ্যে রয়েছে ফ্রিল্যান্সিং, গুগল এডসেন্স ইত্যাদি। এমন অনেকেই রয়েছেন যারা অনেক বিড করেও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কোন কাজ পাননি। আপনি কাজ জানেন অথচ কাজ পাননা, তাই কোন অর্থ উপার্জনও করতে পারেন না। ব্যাপারটি সত্যিই হতাশাজনক। তবে এবার আপনার কাজ জানা থাকলে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন Fiverr নামক ভিন্নধর্মী এক মার্কেটপ্লেস থেকে। ওয়েব সাইটটির পূর্ণ ঠিকানা http://www.fiverr.com আপনি যে কাজটি পারেন সেটি এ সাইটে অফার করবেন এবং বায়ার তার প্রয়োজন অনুযায়ী আপনাকে দিয়ে কাজটি করিয়ে নেবে। সুতরাং এখানে আপনাকে কাজ খুজঁতে হবে না বরং বায়ারই তার কাজ করানোর জন্য আপনাকে খুজে নেবে।
↧