Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

সনি আনল এক্সপেরিয়া Z5

$
0
0

সনির জনপ্রিয় সিরিজ Xperia Z। গত বছরের  Xperia Z4 স্মার্টফোনটি বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি। এরপর ব্যবহারকারীরা আশায় ছিলেন Z4 স্মার্টফোনটির উন্নত একটি সংস্করণের।

 

এবার Sony Smartphone-প্রেমীদের সে আশা পূরণ হলো। সনি নিয়ে এসেছে ‘Xperia Z5’ স্মার্টফোনটি যার মূল্য 64,900 টাকা। দ্রুতগতির র‍্যাম আর শক্তিশালী ব্যাটারির জন্য এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে বলে আশা করছে সনি।

Xperia Z5 স্মার্টফোনটিতে রয়েছে  23 MP, f/2.0 মেগাপিক্সেলের রিয়ার ও 5.1 MP, f/2.4 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 3 জিবি র‍্যাম ও 2900 এমএএইচের ব্যাটারি।

 

অ্যানড্রয়েড ৫.১ ললিপপ-ভিত্তিক অপারেটিংয়ে চলবে স্মার্টফোনটি। মেটাল ও গ্লাস ফ্রেম দিয়ে স্মার্টফোনটির বডি ডিজাইন করা হয়েছে। Xperia C4 Dual ও Xperia M4 Aqua-এর মতো করেই Xperia Z5-এর ডিজাইন করা হয়েছে।

 

এতে রয়েছে 5.2 ইঞ্চি ফুল-এইচডি (১০৮০x১৯২০ পিক্সেলস) সুপার অ্যামোলেড ডিসপ্লে।  সঙ্গে আরো আছে আদ্রেনো 430 জিপিইউ।

 

সেটটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্যামসাং পে সাপোর্ট। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ভি৪.১, জিপিএস, বেইদৌ, এনএফসি, ওয়াই-ফাই এবং ইউএসবি ২.০।

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles