চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো সম্প্রতি F1 Plus নামে একটি হ্যান্ডসেট উন্মুক্ত করেছে।
এডিশনের Oppo F1 Plus মডেলটি ৩৫,৯৯০ টাকায় কিনতে পারবেন দেশের গ্যাজেটপ্রেমীরা৷ অপোর এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১.১ লালিপাপ ভার্সন৷ এছাড়া রয়েছে ২ গিগাহার্ৎজ প্রসেসর ও ৪ জিবি ব়্যাম।
ক্যামেরাও বেশ শক্তিশালী অপোর এই স্মার্টফোনের৷ এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, পাশাপাশি সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি সহ অন্যান্য সুবিধাও থাকবে এই স্মার্টফোনে।
Also Check: Oppo Mobile Price in Bangladesh