সবাই কেমন আছেন ? আশা করি ভালো আছেন । যদিও-বা আমরা এই যান্ত্রিক জীবনে কতটাই ভালো থাকতে পারি ! পড়া লেখার চাপ , কাজের বিভিন্ন ধরনের চাপ , ব্যাবসা জনিত চিন্তাভাবনা আরো কত কিছুযে আমাদের জীবনের ভাল থাকার মাঝে বাধা হয়ে দারাই তার হিসেব নেই । এর মঝে আমরা খুঁজে বেড়াই একটু খানি আনন্দ একটু বিনুদন এর উৎস । আর সেই আনন্দের উৎস যদি হয় বাংলাদেশের ক্রিকেট খেলা তাহলে খুব সহজেই আমারা বাঙালি সব কষ্ট ভুলে ঝাপিয়ে পড়ি তার পিছনে । আমারা বাঙালি যতটা আমাদের নিজেদের ভালবাসি ঠিক ততটাই ভালবাসি বাংলাদেশ ক্রিকেট টীমকে। আমাদের আবার আনন্দে মাতাতে আসছে বাংলাদেশ ক্রিকেট টিমের অংশগ্রহণে এশিয়া কাপ ২০১৮ । যেখানে বাংলাদেশ সহ ৬-টি টিম অংশগ্রহণ করছে ।
এইবার এশিয়া কাপে অংশগ্রহন করছে :-
#বাংলাদেশ
#ইন্ডিয়া
#পাকিস্থান
#শ্রী-লঙ্কা
#হংকং
#আফগানিস্তান
অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমারা অনেকেই বিভিন্ন ব্যস্ততার কারনে টিভির সামনে বসে খেলা দেখতে পারিনা তাদের জন্য আজকে আমি শেয়ার করব একটি এন্ড্রয়েড অ্যাপ যার মধ্যমে আপনি এশিয়া কাপ খেলার লাইভ দেখতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়া । এই অ্যাপ দিয়ে যে শুধু অভিরাম খেলা দেখতে পারবেন তা-নয় এর মধ্যে আপনি আরো পাবেন বিভিন্ন ধরনের সুবিধা ।
যেমন :-
০১.এশিয়া কাপের সকল খেলার লাইভ স্কোর দেখতে পারবেন ।
০২.টিম সম্পর্কিত সকল তথ্য পাবেন।
০৩.সকল ম্যাচের তারিখ,সময় এবং জায়গা সংক্রান্ত বিস্তারিত।
০৪. টিম রাঙ্কিং এবং গ্রুপ পয়েন্ট টেবিল ।
০৫. গুরুত্বপূর্ণ সব ম্যাচের হাইলাইট ।
০৬. এবং,অবশেষে থাকছে লাইভ খেলার দেখার জন্য বিভিন্ন হাই স্পীড লাইভ সার্ভার ।
এই একটি অ্যাপ এর মধ্যমে অনেক সহজেই পেয়ে যাবেন আপনার প্রিয় টিমের সকল তথ্য।
সরাসরি ডাউনলোড করুন প্লে-ষ্টোর থেকে ।
PLAYSTROE DOWNLOAD LINK :- GTV-LIVE-ASIA-CUP-2018
সবশেষে একটি কথা অ্যাপটি ভাল লাগলে অব্যশয় রিভিউ দিবেন এতে করে ডেভেলপাররা পরবর্তী অ্যাপ তৈরির জন্য উৎসাহ পাই। আশা করি আপনাদের উৎসাহ পেলে তারা পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসতে পারে অভাবনীয় কোন অ্যাপ ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার টিউন এখানেই শেষ করছি ।
নোটঃ ভুল ত্রুটি হলে দয়াকরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।