বাংলাদেশে ই-কমার্স এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। শহর ও মফঃস্বলের গ্রাহকদের মধ্যে দিন দিন যেমন অনলাইন কেনাকাটার আগ্রহ বাড়ছে, তেমনি তরুণ উদ্দক্তাদের মধ্যেও ইকমারস ব্যবসায় ঝাঁপিয়ে পড়ার প্রবণতা বাড়ছে। আবার অন্যদিকে আগ্রহ থাকলেও অনেকেই কিভাবে প্রথম কদমটা নেবেন, তা ঠিক বুঝে উঠতে পারেন না বলে শুরু করা হয়ে ওঠে না। এই সিরিজটি আপনাদের জন্যই। আমরা দেশের প্রথম দিককার কয়েকজন ই-মার্কেটারের সাথে কথা বলে আপনাদের জন্য “ঘরে বসেই শুরু করুন নিজের ই-কমার্স ব্যবসা” ধারাবাহিক সিরিজটি শুরু করেছি।
↧