৫০ টাকা বোনাস পাবেন বিকাশ অ্যাপ ব্যবহার করলে। এখনই সাইন আপ করুনঃ
https://app.bkash.com/sign-up?referralCode=1DDRE04S
ক্যাম্পেইনের সময়সীমাঃ ৫ অক্টোবর, ২০১৮ থেকে ৩১ অক্টোবর, ২০১৮ পর্যন্ত কাস্টমার অফার ও যোগ্যতাঃ এই কাস্টমার অ্যাপে ‘রেফার এ ফ্রেন্ড’ নামের একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে বিকাশ অ্যাপ ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহারের জন্য অন্য গ্রাহককে আমন্ত্রণ জানাতে পারবেন এবং প্রতি আমন্ত্রণের জন্য বোনাস পেতে পারবেন। যিনি আমন্ত্রণ জানাবেন এবং যাকে আমন্ত্রণ জানানো হবে, উভয়ই বোনাস পাবেন। বিকাশ গ্রাহক, যিনি অ্যাপ রেফার করবেন (রেফারার) এবং রেফারি (অ্যাপ ব্যবহার করেন না, রেফারেল পাবেন) উভয়ই প্রতি রেফারেলের জন্য বোনাসস্বরূপ ৫০ টাকা করে পাবেন যদি রেফারি সাইন আপের দিন সহ ১৫ দিনের মধ্যে ক্যাম্পেইনের শর্তাবলী পূরণ করেন রেফারি কর্তৃক ক্যাম্পেইনের শর্তাবলী পূরণ করার পর (রেফারেল লিঙ্ক ব্যবহারের মাধ্যমে সাইন আপের দিন সহ ১৫ দিনের মধ্যে) রেফারার এবং রেফারি উভয়ই পরবর্তী কার্যদিবসের মধ্যে যার যার বোনাস পেয়ে যাবেন।