স্যামসাং তাদের Galaxy J সিরিজ এর দুইটি মিডরেঞ্জ ফোন Samsung Galaxy J6+ ও Samsung Galzxy J4+ লঞ্চ করল। আগামী ২৪ সেপ্টেম্বর এটি ভারতে লঞ্চ হবে। কিন্তু কবে বাংলাদেশ এ লঞ্চ হবে সেটি জানা যায় নি। ভারতে এই ফোন টি অ্যামাজন থেকে কিনা যাবে। এরই মধ্যে ফোনগুলোর কিছু ফিচার জানা গেছে। চলুন Samsung Galaxy J6+ ও Samsung Galzxy J4+ এর স্পেসিফিকিশন এবং দাম জেনে আসি।
Samsung Galaxy J6+ স্পেসিফিকেশন
স্যামসাঙ এর এই মোবাইলটি চলবে Android Oreo 8.1 অপারেটিং সিস্টেম। আর থাকছে স্যামসাঙ এর Infinity Display। ডিসপ্লে এর সাইজ হবে ৬ ইঞ্চি HD+ Display।
দুইটি ভিন্ন ভেরিয়েন্ট এ পাওয়া যাবে এই ফোনটি ৩ জিবি/৪ জিবি রেম এবং ৩২ জিবি/৬৪ জিবি স্টোরেজ। সামনে থাকবে একটি ৮ মেগাপিক্সল ক্যামেরা ও পিছনে থাকবে একটি ১৩ ও ৫ মেগাপিক্সল ক্যামেরা।
প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়াডকোর প্রসেসর। এতে থাকবে ৩.৫ মিমি. হেডফোন জেক। Samsung Galaxy J6+ এ ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৩৩০০ mAh।
এই স্মার্টফোনটির দাম পড়বে 239 ইউরো যা প্রায় 20০০০ টাকা।
আপনার স্যামসাঙ মোবাইল টি অরজিনাল কিনা জানতে এখানে ক্লিক করুন।
Samsung Galzxy J4+ এর স্পেসিফিকেশন
Samsung Galzxy J4+ এও ব্যবহার করা হয়েছে ৬ ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে। এটি চলবে Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এটিও দুইটি ভিন্ন ভেরিয়েন্ট এ বাজারে আসছে । এই ফোনটিতে থাকবে ২ জিবি/৩ জিবি রেম এবং ১৬ জিবি/৩২ জিবি স্টোরেজ নিয়ে।
সামনে থাকবে একটি ৫ মেগাপিক্সল ক্যামেরা ও পিছনে থাকবে ১৩ মেগাপিক্সল এর ক্যামেরা । সাথে থাকবে একটি LED Flash।
ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৩৩০০ mAh .
এই স্মার্টফোনটির দাম পড়বে ১৮৯ ইউরো যা প্রায় ১৬০০০ টাকা।
এরকম আরো পোস্ট পেতে আমাদের সাইট The Tech Tube Bd ঘুরে আসতে পারেন।