Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

ওয়ালটন এর স্মার্টফোন ফিচার ফোনের দামে !

$
0
0

আমাদের যখনি স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেক টাইট বাজেট থাকে তখনি আমরা স্মার্টফোন এর সাধ বাদ হয়ত দিয়ে কিনে ফেলি একটি ফিচার ফোন। তবে ফিচার ফোন কখনই একটি স্মার্টফোন এর পরিপূরক হতে পারে না। আর সে জন্যই বাজেট একটু বাড়িয়ে-ছাড়িয়ে যদি নেয়া যায় তবে আপনি কিনতে পাচ্ছেন ওয়ালটন এর ফিচার ফোনের দামে স্মার্টফোন। আসলে এখানে দেশের বাজারে দেশীয় ব্র্যান্ড এর ফিচার ফোনের সাথে দামের তুলনা করলে হবে না; আপনি আন্তর্জাতিক মানের ফিচার ফোনের দামের সাথে তুলনা করলে দেখতে পারবেন , এখানে ফিচার ফোনের দামে আপনি স্মার্টফোন পেয়ে গিয়েছেন!

ওয়ালটন প্রিমো ইএফ৭

৪৪৯৯ তথা সাড়ে ৪ হাজার টাকায় ওয়ালটন এর বাজেট রেঞ্জ এর মধ্যে অন্যতম সেরা একটি স্মার্টফোন হল ওয়ালটন প্রিমো ইএফ৭। এটি একদম বেসিক লেভেলের এন্ড্রয়েড স্মার্টফোন, যেখানে আপনি সব ফিচারই মোটামোটি পাবেন। একনজরে ওয়ালটন প্রিমো ইএফ৭,

  • ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম
  • ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
  • ৪.৯৫ ইঞ্চি (২.৫ডি কার্ভড) ফুল ভিউ ডিসপ্লে
  • ২ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা + ফ্ল্যাশ
  • ২১০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

ওয়ালটন  প্রিমো ই৮-আই

মাত্র ৩৫০০ টাকায় ওয়ালটন এর আরেকটি বাজেট এন্ড্রয়েড স্মার্টফোন হল প্রিমো ই৮ আই। একনজরে ওয়ালটন প্রিমো প্রিমো ই৮ আই,

  • ৫১২ এমবি র‍্যাম এবং ৮ জিবি রম
  • ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
  • ৪.৫ ইঞ্চি ডিসপ্লে
  • ২ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা + ফ্ল্যাশ
  • ১৭০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

ওয়ালটন প্রিমো ই৮-এস

৩৯৯৯ তথা ৪০০০ টাকায় র‍্যাম এর হালকা ইম্প্রুভমেন্ট নিয়ে আরেকটি স্মার্টফোন হল ওয়ালটন প্রিমো ই৮-এস। একনজরে ওয়ালটন প্রিমো প্রিমো ই৮ আই,

  • ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম
  • ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
  • ৪.৫ ইঞ্চি ডিসপ্লে
  • ২ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা + ফ্ল্যাশ
  • ১৬০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

এই ছিল এই লিস্টে আমার তুলে ধরা সেরা কতগুলো স্মার্টফোন। আশা করি এটা আপনাকে আপনার বাজেট এর কথা মাথায় রেখে আপনাকে আপনার উপযুক্ত স্মার্টফোন তথা এখানে উল্লেখিত এক্সট্রা বাজেট স্মার্টফোনটি কিনতে সহযোগিতা করবে।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles