বাচ্চাদের জন্যে ডায়াপার ব্যবহার একটি সাধারণ ব্যপার। এটি যেমন মায়েদের সময় বাঁচায়, তেমনি বাচ্চাকে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখে। বাচ্চার ডায়াপার ব্যবহারের ফলে কাপড়-চোপড় কম ময়লা হয়, এবং মায়েদের কষ্ট অনেকাংশে কমিয়ে দেই। তাই, চালডাল দেশের মায়েদের কষ্ট কমিয়ে দিতে স্টকে এনেছে দেশি বিদেশি নানা ব্র্যান্ডের ডায়াপার। তাহলে দেখে নিন, চালডাল-এ কোন ব্র্যান্ডের ডায়াপার কোন দেশের। অনলাইনে ডায়াপার অর্ডার করতে পারেন এই লিঙ্কে গিয়ে।
চালডাল-এ যে Huggies ডায়াপার আছে, সেগুলো মালয়েশিয়া এবং ইন্ডিয়া থেকে আমদানিকৃত। MamyPoko ডায়াপার ইন্ডিয়া, থাইল্যান্ড এবং জাপান থেকে।
চালডাল-এর Pampers ডায়াপার সৌদি আরব এবং ইন্ডিয়া থেকে আমদানিকৃত। Molflix ডায়াপার তুর্কি থেকে।
Nannys ডায়াপার সাইপ্রাস থেকে, Kidz ডায়াপার চায়না থেকে, Bebem ডায়াপার তুর্কি থেকে এবং Drypers ডায়াপার থাইল্যান্ড থেকে আমদানি করা আমদানি করা।
Bashundhra ডায়াপার হচ্ছে বসুন্ধরা গ্রুপের একটি পণ্য। এবং অন্যান্য বাংলাদেশী ডায়াপারের মধ্যে NeoCare এবং LoveBaby, SuperMom, Avonee, Savlon Twinkle, Chu Chu অন্যতম।