টেকটুইটস-এর নাম বেশ কিছুদিন ধরে শুনছিলাম কয়েকজন কলিগের কাছে। গতকাল চেক করে ভালই লাগলো সাইটটা। কয়েকটা টুলস-এর ব্যপারে বেশ ভাল টিপস পেলাম। প্রায় সাথে সাথে পুরান ভূতটা আবার মাথায় চাপলো। আমার একটা অবজারভেশন আছে, ব্লগ পড়ার থেকে ব্লগ লিখতে বসলে আমার বেশি শেখা হয়। টেকটুইটস-এও লিখতে ইচ্ছা করছিলো। তাই এই প্রয়াস। নিজের জীবন থেকে একটা বিষয় শেয়ার করবো এখন।
গতবছর হঠাৎ বাসার কারেন্টের বিল অনেক বেশি আসা শুরু করেছিলো। কয়েকদফায় বেশি আসলো বিল তারপর। নেটে ঘাটাঘাটি করে সোলার প্যানেল সেট করে ফেললাম তারপর বাসার বারান্দায়। শুরুতে অনেকেই বলছিল ছোট প্যানেল বসাতে, কিন্তু যা বুঝেছিলাম তখন ঘরের সবগুলা লাইটের দিন-রাত মিলিয়ে যা চাহিদা সেই অনুপাতে প্যানেল বসিয়েছিলাম। এখন বুঝি ঠিক কাজটাই করেছিলাম। অনেক সুবিধা পেয়েছি এরপর থেকে, যেমন,
১. কারেন্টের বিল কমাতে পেরেছি,
২. সেট-আপের পর আর বলার মত কোনো খরচ হয় নি,
৩. এলাকার প্রতিবেশিদের মধ্যেও অনেকজন এখন সোলার প্যানেল ইন্সটল করেছে, মিলেমিশে এখন আমাদের মেইন্টেনেসের খরচ অনেক কমে গেছে।
এখন প্লান করছি বাসার ছাদ টাকেও কাজে লাগাবো। ফ্রীজ, পিসির মত হেভী এনার্জি ডিমান্ডিং হোম এপ্ল্যায়েন্সগুলার জন্যও আস্তে আস্তেসৌর বিদ্যুৎ ব্যবহার করবো। যাই হোক, সোলার এনার্জি আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আগামীতে আর কোন টপিক নিয়ে লেখা দেখতে চান সে বিষয়ে সাজেশনও দিতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।
সূত্রঃ Solar Power in Bangladesh