প্রতিদিন অনেকেই নতুন নতুন মোবাইল ফোন কিনছেন। কিন্তু কী দেখে নতুন স্মার্টফোন কেনার সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা? কথায় বলে, বাইরের দিকটা দেখে কখনো ভেতরের কিছু বোঝা যায় না। কিন্তু স্মার্টফোন কেনার বেলায় বা পছন্দ করার ক্ষেত্রে মানুষ ‘আগে দর্শনধারী পরে গুণবিচারি’—কথাটিই মেনে চলছেন। সম্প্রতি এক সমীক্ষায় বিষয়টি উঠে এসেছে। এতে দেখা গেছে, কোনো ফোন কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে তার সৌন্দর্য সম্পর্কে সবচেয়ে বেশি খোঁজখবর নেন ক্রেতারা।
সমীক্ষায় দেখা গেছে, ফোনের সৌন্দর্যের পর তাঁরা এর কারিগরি বৈশিষ্ট্য ও ফাংশনের খোঁজখবর করেন। কারণ, এ বিষয়গুলো তাঁদের ফোন কিনতে প্রভাবিত করে। এ বিষয়গুলো মনমতো হলেই তবে তাঁরা তা কেনার সিদ্ধান্ত নেন।