ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়াও খুব সহজ।
১. htdocs তথা আপনার সার্ভারে (লোকালহোস্ট/ডেভেলপমেন্ট সার্ভারে) “exemple” নামে একটি ডিরেক্টরি/ফোল্ডার তৈরী করে সেখানে ডাউনলোডকৃত ওয়ার্ডপ্রেসের জিপটি (latest.zip) এক্সট্রাক্ট করুন। এতে “wordpress” নামের একটি এক্সট্রাক্টকৃত ফোল্ডার পাবেন। এই ফোল্ডারে ঢুকে সব cut করে “exemplel” এ paste করে দিন। ব্যাস আগে সব ছিল localhost/exemplel/wordpress এ আর এখন আসল localhost/exemple এ, আর কিছুনা। “exemple” ডিরেক্টরির ভিতরের জিনিসপত্র নিচের ছবির মত-