আউটসোর্সিং করা যাবে অনেক বিষয়ের উপর তবে প্রধান কিছু কিছু উপায় রয়েছে তা নিচে আলোচনা করা হলো.
১. ওয়েব ডিজাইন করার মাধ্যমে আপনি চাইলেই সহজে আয় করতে পারেন দীর্ঘমেয়াদী
২. সফটওয়্যার ডেভেলপ করে দিয়ে বা নতুন সফটওয়্যার বানিয়ে দিয়েও আয় করা যাবে
৩. ভিডিও বানিয়ে সেই ভিডিও ইউটুবে আপলোড করেও আয় করতে পারেন এই মাদ্ধমটি বাংলাদেশে বহু প্রচলিত একটি আয়ের মাদ্ধম
৪. আরেকটি প্রচলিত আয়ের উৎস হচ্ছে সি পি এ মার্কেটিং , যে খানে কারো জন্য বসে থাকতে হয়না মানের কাজের জন্য বসে থাকার কোনো ঝামেলা নাই কাজ দেয়া আছে আপনাকে সেই কাজ টি শুধু করতে হবে তাহলে আয় করা যাবে ১ সেন্ট থেকে আনলিমিটেড ডলার।
৫. ছবি আঁকা আঁকি করতে ভালো লাগলে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন
৬. অন্যের পণ্য অথবা সেবা বিক্রয় করে দিতে পারলেও আয় করা যাবে ইন্টারনেট থেকে।
যে কোনো একটি বিষয় বেঁছে নিয়ে কাজ শুরু করুন এবং মনে রাখবেন এখানেও আপনাকে পরিশ্রম করতে হবে যে মন পরিশ্রম করে ছিলেন একটি চাকরি পাওয়ার জন্য।