Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

কেমন হয় যদি আপনার ছবিটি কেউ পেন্সিল দিয়ে এঁকে দেয়

$
0
0

আস্সালামু আলাইকুম।

সুপ্রিয় পাঠক ভাইরা আপনাদের সকলকে বর্ষার শুভেচ্ছা। আমার ছোট বেলা থেকেই আঁকাআকিতে খুব আকাঙ্খা। বিশেষ করে আমার কোন ছবিকে পেন্সিল দিয়ে আঁকার। কিন্ত আমি যেখানে থাকি তার আশেপাশে কোন আরটিস্ট নেই। তবে আমার সেই ইচ্ছে পূরণ করেছে একটি সফটওয়ার। আজকে আপনারদেরকে সেই সুন্দর ছোট সফটওয়ারের কথা বলব যেটি কিনা আপনার ছবিকে পেনসিল দিয়ে এঁকে দিবে। তাহলে কথা না বাড়িয়ে প্রথমে সফ্টওয়ার টি ডাউনলোড করুন। আমি কিন্তু এখানে শুধু কম্পিউটার আর ল্যাপটপের সফটওয়্যারের কথা বলছি অ্যান্ড্রোয়েড ফোনের কথা বলছিনা।

ডাউনলোড

এটার সাইজ মাত্র ১৭.৫এমবি।

১। প্রথমে এটি ইন্সটল করুন (এটার নাম PhotoScape)

২। এটি ওপেন করুন এবং এডিটরে ক্লিক করুন।

৩। আপনি যেই ছবি পেনসিল দিয়ে আকা পেতে চান তা ওপেন করুন।

৪। চিত্রের মতো grayscle এ ক্লিক করুন

৫। এবার প্রথমে ফিল্টার পরে পিকটোরিয়ালাইজেন এবং সবশেষে কালারড পেন্সিলে ক্লিক করুন।

৬। এই সফটওয়ারের বিভিন্ন ফাংশনের মাধ্যমে আপনি আরও নিখুত ভাবে আপনার ছবিকে পেন্সিলে আকা ছবির মতো করতে পারবেন। আশা করি টিউনটি ভাল লেগেছে।

example

এই সফটওয়ারের আরও অনেক গুণ আছে যেমন আপনার মুখের যেকোন দাগ দূর করে দিবে এমনকি আপনার চামরার টানটান ভাব আনবে। আপনি ব্যবহার করলেই বুঝবেন এই সফটওয়্যারের কত সুবিধা।

আমি অবশ্য এবার ইন্টার পরীক্ষা দিলাম আশা করছি সবসময় টেকটিউনসেই থাকব কেউ ফ্রেন্ড হতে চাইলে ফেসবুকে এড দিন

fb.com/markinpresidentmamun


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles