আশাকরি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তো সেজন্য আজকে আর একটি দারুন সফটওয়্যার নিয়ে আসলাম যেটি ইন্সটল করার পরে আপনার কম্পিউটার আপনার অনুমতি ছাড়া এক এমবি ডাটা ও খেতে পারবে না হ্যাঁ বন্ধু আসলে সত্য চলুন নিচের দিকে যাওয়া যাক
আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি বর্তমান যুগে যার কাছে একটি কম্পিউটার থাকে তার কাছে ইন্টারনেট কানেকশন থাকবে না এটা কোন কথা যার কাছে কম্পিউটার থাকবে তার কাছে অবশ্যই ইন্টারনেট থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার এখনকার কিন্তু সবাই তো আর টাকা ওয়ালা না সবার কাছে তার ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকে না তারা কি করবে তারা অবশ্যই একটি মডেম নিবে কিন্তু সে মডেমে এমবি নিতে গেলে 316 টাকা দিয়ে 1 জিবি কিনে নিতে হয় এখন কথা হল 316 টাকা দিয়ে এমবি নেয়ার পরে যখন কম্পিউটার আধাঘন্টা টিপাটিপি করবেন তখন যদি আপনার এমবি গুলা চলে যায় তাহলে তো অবশ্যই খারাপ লাগবে কারণ সবার কাছে তো আর অত প্রচুর টাকা নাই
যাদের কাছে আমার মত টাকা কম যারা স্টুডেন্ট যারা কোনরকমে এমবি কিনে ইন্টারনেট চালাই আমি আমার এলাকায় এমনও দেখেছি যাদের কলেজে যাওয়ার জন্য মা-বাবা টাকা দেয় ওই টাকা কিছু না খেয়ে এমবি জন্য টাকাগুলো রেখে দেয় আমার এই পোস্টটি তাদের জন্য
সর্বপ্রথম নিচে 1 টি সফটওয়্যার লিংক দেওয়া আছে আগে ও টি ডাউনলোড করে নিন এরপর নিচের স্ক্রীনশট মত কাজ করুন
বোনাস টিপস
আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে দেরি না করে এখনই নিচের লিংকে ক্লিক করে techtweets আমার পোস্টটি দেখতে পারেন অবশ্যই আপনার কাজে আসবে কোন দক্ষতা লাগবে না বিশ্বাস না হলে আমার টিউন টি পড়ে দেখুন এবং সে অনুযায়ী কাজ করুন ধন্যবাদ
মনে রাখবেন Enable দিলে ওই সফটওয়্যার এর ডাটা কানেকশন থাকবে আর যদি Disable দেন তাহলে ওই সফট্ওয়ারে আর কোন ইন্টারনেট সংযোগ থাকবে না ওই সফটওয়্যার আর কোন ডাটা কাটতে পারবে না আপনার অজান্তে আর যদি ওই সফটওয়্যার টি আপনার প্রয়োজন হয় তাহলে কাজ করা পর্যন্ত Enable করে দিন আশা করি বুঝতে পারছেন