রবি তাদের গ্রাহকদের জন্য এক কথায় অফারের বন্যা বইয়ে দিচ্ছে। সেই ধারায় রবি এবার নিয়ে এলো আনলিমিটেড ইন্টারনেট অফার। কি অবিশ্বাস্য লাগছে তাই না? কিন্তু অফারটি গ্রহণ করার পর থেকে আমি এখন যেন বাতাসে উড়ছি!
তবে আর দেরী কেন? আপনাদেরকেও অফারটি সম্পর্কে জানিয়ে দেয়া আমার পবিত্র দায়িত্ব মনে করে লিখতে বসেছি। যদি আরো নতুন নতুন সব অফার পেতে চান তাহলে ০১৭৬৩০৩৪৪৪০ তে একটা মেসেজ দিবেন। আমি মেসেজে নতুন অফার সম্পর্কে জানিয়ে দিব।
চলুন বর্তমান অফার সম্পর্কে আসি। এই অফারের আওতায় আপনি ১৫ দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মাত্র ১০০ টাকার বিনিময়ে। জেনে নিন বিস্তারিতঃ
- মেসেজ অপশনে 100 লিখে 121201861883157 নম্বরে সেন্ড করার মাধ্যমে অফারটি ক্রয় করা যাবে।
- সকল রিভেরিফিকেশনকারী ইন্টারনেট ব্যবহারকারী এই অফারের আওতাভুক্ত।
- প্যাকেজের মূল্য ১০০ টাকা। এর সাথে ১৫% ভ্যাট, ৩% সারচার্জ এবং ১% SD যুক্ত। অর্থাৎ ভ্যাটসহ প্যাকেজের মূল্য ১১৯ টাকা। তাই প্যাকেজটি কেনার সময় আপনার ব্যালেন্স ১১৯ টাকা বা এর বেশি থাকতে হবে।
- অফারের মেয়াদ ১৫ দিন। অর্থাৎ একজন ব্যবহারকারী ১৫ দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
- ১০০ গিগাবাইট ব্যবহার করার পরে ফেয়ার ইউজেস পলিসি প্রযোজ্য হবে।
- গ্রাহক সর্বোচ্চ ২ এমবিপিএস স্পীড পাবেন। তবে ১০০ গিগাবাইট ব্যবহার করার পরে তা ৫১২ কেবিপিএস এ নেমে আসবে।
- একজন গ্রাহক সর্বোচ্চ একবারই এই অফারটি গ্রহণ করতে পারবেন।
- অফারটি শেষ হবে ৩১ মে।
- তবে যারা ২৯ তারিখে কিনবেন তারা ২ এমবিপিএস স্পীডে ১৫০ জিবি ডাউনলোড করতে পারবেন, যারা ৩০ তারিখে কিনবেন তারা ১.৫ এমবিপিএস স্পীডে ১২৫ জিবি ডাউনলোড করতে পারবেন এবং সবশেষে যারা ৩১ তারিখে কিনবেন তারা ১ এমবিপিএস স্পীডে ১০০ জিবি ডাউনলোড করতে পারবেন।
বাংলাদেশের ইতিহাসে রবিই প্রথমবারের মতো সত্যিকারের আনলিমিটেড ইন্টারনেট অফার নিয়ে এলো। যদিও ১০০ জিবি ডাউনলোডের পরে স্পীড ৫১২ কেবি হয়ে যাবে।
তাছাড়া, ১০০ জিবি কি কম নাকি?