Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

একটি এন্ড্রয়েড ফোনের ইন্টারনেট শেয়ার করে অন্য এন্ড্রয়েড ফোনে ব্যবহার করার পদ্ধতি ।

$
0
0

প্রযুক্তির এই জুগে ইন্টারনেট এর ব্যাবহার দিন দিন বেড়েই চলছে । প্রতিনিয়ত  আমাদের  বিভিন্ন ইন্টারনেট  প্যকেজ কিনে ব্যবহার করতে হচ্ছে । এতে খরচটা ও বেড়ে যাচ্ছে । যদি আমরা একটি প্যকেজ কিনে কয়েকজনে ব্যবহার করতে পারি তাহলে আমাদের  খরচটা একটু হলেও কম হবে। আমরা  যারা এনড্রয়েড ফোন ব্যবহার করি তারা এই কাজটি খুব সহজেই করতে পারি । এই কাজটি করার জন্য প্রথমে যে এন্ড্রয়েড ফোন/মোবাইল থেকে ইন্টারনেট শেয়ার করতে চাই সেই ফোন/মোবাইলের সেটিং এ যেতে হবে। সেটিং থেকে ওয়ালেস এন্ড নেটওয়াক এর ভিতর থেকে মোর এ ক্লিক করতে হবে। তার পর ৫ টি আফসন পাওয়া যাবে। তার ভিতর থেকে টেস্টটিং এন্ড পোটএবল হটস্পট বের করে ওটাতে ক্লিক করতে হবে।এরপর সেটআপ উয়াই ফাই হটস্পট থেকে নেটওয়াক নেম , সিকুরিটি ও পাসওয়াট দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। এর পর পোটএবল উয়াই ফাই হটস্পট অন করতে হবে।অন করার পর উয়াই ফাই চালু হয়ে গেল। এখন পাশের যে কোন মোবাইল থেকে উয়াই ফাই সার্চ করলে ঐ নামের নেটওয়াকটি পাবে, এবং পাসওয়াট চাইবে। ঐ পাসওয়াট টি দিয়ে সেভ দিলেই উয়াই ফাই কানেক্ট হয়ে যাবে। এবার ঐ উয়াই ফাই যতগুলো কানেক্ট হবে সবগুলোর ডাটা ঐ একটি মোবাইল থেকে কাটবে।

এটা যাতে সহজইে সকলে করতে পারে এজন্য আমি আপনাদরে জন্য একটি ভডিওি তরৈি করছি ।এটি দেখার জন্য এখানে ক্লিক করেন।

কোন প্রকার ভুল ত্রুটি হলে আসাকরি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।আর দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে নুতন নুতন কিছু নিয়ে হাজির হতে পারি।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles