Internet Download Manager 6.25 Build 23 Pre-Activated
টেকটুইটস এর সম্মানিত পাঠক ও সদসবৃন্দ আসসালামু-আলাইকুম..অনেক দিন পর পোস্ট করতে বসলাম, আশাকরি সবাই ভালো আছেন । শুপ্রিয় পাঠক আজকের এই লেখাটিকে টিউন না বলে, আপডেট টিউন বললেই ভালো হয়। অতীতে এ নিয়ে এখানে ওখানে অনেক টিউন করেছি। আর আজ শুধু নতুন ভার্সন শেয়ার করছি, তবে এই ভার্সনটা প্রতিবার হাল নাগাদ করার ঝামেলা মুক্ত প্রি-ভার্সন অর্থাৎ আইডিএম নতুন ভার্সন বের হলে এইটা আপনার কাছে আপডেট চাইবেনা বা নিজ থেকেও আপডেট হবেনা। তার মানে কোন প্রকার ঝামেলা ছাড়াই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন আপনার যতদিন ইচ্ছা ঠিক ততদিন। আর প্রি-অ্যাক্টিভেট সফটওয়্যার এর সুবিধা সম্পর্কে মোটামুটি ধারনা সবার আছে তাই বেশী কিছু লিখলাম না। তার পরও প্রথম বার যারা ব্যাবহার করবেন..তাদের সুবিধার জন্য সংক্ষেপে বলছি- এই প্রি-অ্যাক্টিভেট আইডিএম ইন্সটলের আগে / পরে রেজিষ্টার করতে কোন প্রকার অবৈধ সিরিয়াল, ক্রা-ক, প্যা-চ এর প্রয়োজন পরবেনা। আশা করি এই ভার্সন টাও পূর্বের নেয় আপনাদের উপকারে আসবে।
ডাউনলোড করতে <<এখানে>> ক্লিক করুন
আর হে এখানে ভাইরাস স্ক্যান রিপোর্ট ( লিঙ্ক ) প্রয়োজনে দেখে নিতে পারবেন
এই ভার্সন সম্পর্কে জানতে <<এখানে>> ক্লিক করুন
বিঃদ্র : তথ্যসূত্র / সোর্স লিঙ্ক না দিয়ে অন্যের মেধা, শ্রম ও প্রচুর সময় ব্যয় করে করা, টিউন / পোস্ট এর হুবহু বা আংশিক অদল বদল করে, নিজের নামে চালিয়ে দেয়া থেকে আসুন আমরা বিরত থাকি।
— ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি —
———-{}{}{}———-