এছারা সব থেকে বড় সিস্টেম আছে সেটা হল আপনার যদি সাইট বা ব্লগ থাকে তাহলে এখান হতে এডসেন্স নিয়ে আপনার সাইটে দেখাতে পারবেন।
আয় বৃদ্ধির টিপস
ক)Direct Refferral(সক্রিয় রেফারাল):
**যে রেফারাল আপনার রেফার লিঙ্কে ক্লিক করে Sign up করবে সেই আপনার Direct Refferral.
** ধরি আপনি বিভিন্ন ব্লগ/ওয়েব সাইট/ফেইসবুকে টিউনের মাধ্যমে ৩০ জন অ্যাক্টিভ Direct Refferral যোগাড় করেছ্বেন।
তাহলে আপনার প্রতিদিন আয় হবে
আপনি নিজে ১ দিনে ৩০ টা অ্যাড দেখেন (৩০*১) .০৩০$
তাহলে আপনার মাসিক আয় হবে (.৯৩০$*৩০) = ২৭.৯$(প্রায় ২৮ ডলার) শুধু মাত্র Direct Refferral থেকে।
খ)Rented Refferral(ভাড়া রেফারাল)ঃ
**Rented Refferral(ভাড়া রেফারাল) মানে হল যাদের কোন upline নাই তাদের বিক্রি করে দেয়। আপনি ১ মাস থেকে শুরু করে ২৪০ দিনের জন্য Rented Refferral কিনতে পারবেন। ১ মাসের জন্য দিতে হবে ২০ সেন্ট প্রতি RR(Rented Refferral)। যদি RR প্রতিদিন কাজ করে তবে ১.২০$ আয় করতে পারবেন ১ মাসে per RR।যদি মনে করেন কোনও RR ক্লিক করছে না সেক্ষেত্রে ৭ সেন্ট দিয়ে Recycle করতে পারবেন। মানে ৭ সেন্ট দিয়ে Recycle করলে ঐ RR পালটিয়ে আরেকটি RR দিয়ে দেবে।
**যদি ৩০০ RR কাজ করে তবে মাসে ১৮০$ ইনকাম করতে পারবেন। আর এই ৩০০ RR extend করতে মাসে লাগবে ৬০$। আসলে সব RR সব দিনে কাজ করে না।যাই হোক ধরে নিলাম ২০০ RR প্রতিদিন কাজ করে তাহলেও আপনি মাস শেষে ১২০$ ইনকাম করতে পারবেন। ৬০$ হল আপনার ৩০০ RR এর ভাড়া বা extend করার খরচ। বাকি ৬০$ বা ৪৮০০(প্রায় ৫০০০ টাকা) আপনার মাসে ইনকাম।