পায়জা (Payza) কি?
পায়জা একটি অনলাইন ব্যাংক একাউন্ট। পায়জার অতীত নাম ছিল এলার্টপে। পায়জার মাধ্যমে বিদেশ থেকে এবং অনলাইনে আয়ের বিভিন্ন সাইটের ডলার বাংলাদেশের যে কোন অনলাইন ব্যাংকে আনতে পারবেন।পায়জা কেন ব্যবহার করব?
পায়জা ব্যবহার করার প্রধান কারন হল পায়জা বাংলাদেশে সাপোর্ট করে। অনলাইন ব্যংক গুলোর মধ্যে পেপাল সবচেয়ে ভাল, কিন্তু এটি বাংলাদেশে সাপোর্ট করে না। একটু কষ্ট করলে পেপাল ব্যবহার করা যায় কিন্তু যে কোন সময়ে সমস্যা হতে পারে। তাই আমি মনে করি অনলাইন ব্যংক হিসেবে পায়জা ব্যবহার করাই ভালো। পায়জা থেকে বাংলাদেশের যে কোন অনলাইন ব্যংকে টাকা আনা যায়।
পায়জা একেউন্ট খোলার নিয়ম-
পায়জা একাউন্ট খুলতে প্রথমে এই লিঙ্কে Payza.com ক্লিক করুন। নিচের ছবির মত একটি পেজ আসবে, Get your personal account লেখা বাটনে ক্লিক করুন।
মেইলটি ওপেন করলে নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন। Validate my email লেখা বাটনে ক্লিক করুন।এখন একটি নতুন পেজ ওপেন হবে। ৪ থেকে ৮ ডিজিতের একটি পিন নম্বর দিতে বলবে, পিন নম্বর দিন। পিন নম্বরটি টাকা Cash out করার সময় কাজে লাগবে।
কিভাবে পায়জা ব্যবহার করবেন
পায়জা ব্যবহার করা খুবই সহজ। আপনি যেখান থেকে ডলার/টাকা আনতে চান সেখানে আপনের পায়জা একাউন্ট যেই ইমেইল দিয়ে খোলা হয়েছে সেই ইমেইল আইডিটি দিবেন। আপনার কাজ শেষ, বাকিটা এমনিতেই হয়ে যাবে। ডলার/টাকা আসলে আপনার পায়জা একেউন্টে তা দেখতে পারবেন।
কিভাবে পায়জা একাউন্ট ভেরিফাই করবেন
পায়জা একাউন্ট ভেরিফাই করার জন্য আপনার প্রয়োজন একটি ব্যংক একাউন্ট, যা অনলাইন ব্যংকিং সাপোর্ট করে। বাংলাদেশের প্রায় সব বেসরকারি ব্যংকই অনলাইন ব্যংকিং সাপোর্ট করে। আপনি আপনার ব্যংকের আইডি নম্বর এবং প্রয়োজনীয় তথ্য, যা যা দিতে বলবে তা দিবেন। সাথে আপনার ভোটার আইডির স্ক্যন করা কপিও দিতে হবে। আশা করি ৩-৪ দিনের মধ্যেই আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
পায়জা থেকে আয়, পায়জার রেফারেল সুবিধাঃ
পায়জার রেফারেল সুবিধাও আছে। আপনি চাইলে আপনার রেফারে মানুষকে পায়জা একাউন্ট করিয়ে আপনার আপনার আয় বারাতে পারেন। প্রথম ১০ জন রেফারের জন্য আপনি পাবেন ২০ ডলার, মানে প্রতি জনের জন্য পাবেন ২ ডলার। ১০ জনের পর প্রতি জনের জন্য পাবেন ১০ ডলার। এক্ষেত্রে শর্ত হল আপনার রেফারেল লিংকের মাধ্যমে যারা পায়জা একাউন্ট করবে তাদের অবশ্যই পায়জা একাউন্টটি ব্যবহার করতে হবে এবং অর্থ আদান-প্রদান করতে হবে। শুধুমাত্র পায়জা একাউন্ট করে রেখে দিলে আপনার কোন আয় হবে না। রেফারেল লিংক কিভাবে পাবেন তা জানতে এই ভিডিওটি দেখুন-
https://youtu.be/b3e6tILpPSo