গ্রামীণফোন চালু করেছে ইমারজেন্সী ইন্টারনেট ব্যালেন্স নামক আরেকটি নতুন অফার। এই অফারটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই অফারটির মাধ্যমে গ্রাহকগণ একটি ইমারজেন্সী ১০ এমবি পাবেন যখন তাদের ব্যালেন্স ১ টাকা বা তারও কম সাথে অ্যাকাউন্টে কোন ডাটা ভলিউম থাকবে না।
অফারের বিস্তারিতঃ
- শুধুমাত্র গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকদের জন্য
- ১০ এমবি লোন পেতে ডায়াল করুন *1010*2#
- যখন মূল ব্যালেন্সে ১ টাকা বা তারও কম থাকবে সাথে অ্যাকাউন্টে কোন ডাটা ভলিউম না থাকলে, গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন
- রিচার্জের ক্ষেত্রে, ভয়েস ইমারজেন্সী ব্যালেন্স প্রথমে কেটে নেয়া হবে। দুইটি ইমারজেন্সী ব্যালেন্সের ক্ষেত্রে, উভয় ইমারজেন্সী ব্যালেন্স কেটে নেয়ার পর, কাস্টমারগণ তাদের আবেদনকৃত অ্যামাউন্ট পাবেন
- গ্রাহকগণ পাবেন ১০ এমবি @৫ টাকা (মেয়াদ ২ দিন)
- গ্রাহকের পরবর্তী রিচার্জের পর ৫ টাকা কেটে নেয়া হবে
টিউনটি প্রথম প্রকাশিত হয় এখানে
সকল সিমের নতুন অফার, প্যাকেজ এবং টেলিকম সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন।
আশা করছি টিউনটি আপনাদের ভাল লেগেছে। যেকোনো ধরণের জিজ্ঞাসা থাকলে দয়ায়া করে টিউমেন্ট করুন।
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।