Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

অডিও এডিটিং শিখে হয়ে যান প্রফেশনাল গায়ক। সম্পূর্ন গাইডলাইন।

$
0
0

আসসালামু আলাইকুম।
প্রিয় টেকটুইটস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আমরা অনেকেই শখের বশে গান করি। আবার অনেকে গান করার প্রবল ইচ্ছা আছে বাট কণ্ঠ ভাল না হওয়ার কারনে সেই ইচ্ছা নিরবেই বিলীন হয়ে যায়। আবার, আমরা অনেকেই গান গাইতে জানি, কিন্তু গানটাকে কিভাবে মিউজিকের সাথে মিক্সিং করতে হয়, কিভাবে ভয়েসটাকে সুন্দর করতে হয়, কিভাবে অডিও এডিট করতে হয় এসব জানি না। এরকম নানান কারনে আমাদের গান করার ইচ্ছা পরিপূর্নভাবে পূরন করা সম্ভব হয়না।
আমি আজকে আপনাদের সেই সব স্বপ্ন পূরন করার কিছু পদ্ধতি দেখাবো। আপনি গান জানতে হবে না, কণ্ঠ ভাল হতে হবে না। শুধুমাত্র অডিও এডিটিং শিখে মিউজিক দিয়ে নিজে নিজে বাসায় বসে গান করতে পারবেন। শুধু তাই নই, আপনার এই শখ একসময় দেখবেন আপনাকে আর্থিক যোগান দিতে শুরু করেছে। কেননা, আমি ইউটিউবে অডিও এডিটিং নিয়ে একটা সিরিজ টিউটরিয়াল করেছি, আপনাদের যা কাজ দেখিয়েছি ওগুলো দেখার পর শেখার পর আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে এগুলোর প্রচুর কাজ পাবেন, আপনি চাইলে ফাইভার মার্কেটপ্লেসে ঘুরে আসতে পারেন। যাই হউক, অডিও এডিটিং সিরিজের সবগুলো ভিডিও এই প্লেলিষ্টে আছে : অডিও এডিটিং কোর্স | সম্পূর্ন প্লেলিষ্ট।

আপনি অডিও এডিটিং শিখতে চাইলে প্রথমত আপনার কি দরকার হবে? একটা কম্পিউটার, কিছু সফটওয়্যার, স্পিকার এবং অডিও ইনপুট সিস্টেম। সফটওয়্যার এর কথা বলতে গেলে উইন্ডোজে 3 টা সফটওয়্যার খুবই পপুলার। সফটওয়্যার তিনটা হচ্ছে অডাসিটি, অডিশন এবং এফএল স্টুডিও। আর আপনার সাধারন মানের একটা পিসি এবং তার সাথে যুক্ত স্পিকার বা একটা হ্যাডফোন থাকলেই আপনি অডিও এডিট শুরু করতে পারবেন। তারপর আপনাকে অডিও ইনপুট সিস্টেম সম্পর্কে জানতে হবে। আপনি যদি ভাল মানের সাউন্ড পেতে চান তাহলে আপনাকে একটা ভাল দেখে মাইক্রোফোন কিনতে হবে, সাথে অডিও ইন্টারফেইসও কিনতে পারেন। আর যদি আপনি টাকা খরচ করতে না চান, তাহলে প্রাথমিক অবস্থায় অডিও এডিটিং শিখতে আপনার হ্যাডফোনের মাইক্রোফোন বা আপনার মোবাইল ফোনের রেকডিং সিস্টেমটা ই যথেষ্ট। এ ব্যপারগুলো নিয়ে আমি দুইটা ভিডিও বানিয়েছি, দেখে আসুন তাহলে এসব বিষয়ে একটা পরিস্কার ধারনা পাবেন।
1. https://youtu.be/Ga_kHLxNc0s
2. https://youtu.be/Clh113BlTNQ

তারপর সফটওয়্যার কালেকশন করতে হবে। সফটওয়্যার ডাউনলোড করার জন্য চলে যান http://facebook.com/pimdex ওখানে পিন টিউনে সফটওয়্যার, প্লাগিন এবং একটিভেটর সহ সব কিছু ডাউনলোডের লিংক পাবেন। আর ইন্সটলেশন করতে সমস্যা হলে দেখে আসতে পারেন নিচের ভিডিওটি।
3. https://youtu.be/I09qZrtuL74

সফটওয়্যার ইন্সটল করার পর এটার ইন্টারফেইসের সাথে পরিচিত হওয়া প্রয়োজন। আমি আপনাদের বলবো, অডিও এডিট করার জন্য আমি যে তিনটা সফটওয়্যারের নাম বলেছি আপনি তিনটা সফটওয়্যারের সাথেই পরিচিত হউন, তিনটা সফটওয়্যারের কাজই শিখেন।
তো সফটওয়্যার গুলোর ইন্টারফেইসের সাথে পরিচিত হওয়ার জন্য নিচের তিনটা ভিডিও দেখতে হবে আপনাকে।
4. https://youtu.be/EYrHmRzcOjg
5. https://youtu.be/X5YlcHk2xAI
6. https://youtu.be/CBy2aTBf8jo

সফটওয়্যার গুলোর সাথে পরিচিত হওয়ার পর আপনাকে প্রথমেই এগুলোর ব্যাসিক কাজ জানতে হবে, এই ধরুন: কিভাবে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে হয় ? কিভাবে কাট কপি পেষ্ট ডিলিট মোভ জুম ইত্যাদি কাজ করতে হয় তারপর কিভাবে ফাইল এক্সপোর্ট করতে হয় এই সব কাজ জানতে হবে। এইসব কাজগুলো কিভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি নিচের ভিডিও গুলোতে।
7. https://youtu.be/T2QjsC9dk78
8. https://youtu.be/Ob70PLwgSzc

আপনি যখন কোন অডিও রেকর্ড করবেন, তখন ঐ অডিওতে অনেক নয়েজ থাকে। এডিটিং এর প্রাথমিক কাজ হবে আপনি ওটার নয়েজ দূর করতে হবে। নয়েজ দূর করার পর অডিও এর ভলিউম একটু কমে যায় সেজন্য অডিওটাকে এমপ্লিফাই করতে হবে, একটু ব্যাস এন্ড ট্রিবেল দিতে হবে। তাছাড়া ভলিউম সামঞ্জস্যতা রক্ষা করার জন্য অডিও টাকে লিমিট করতে হবে।
এই কাজগুলো শিখার জন্য নিচের ভিডিও গুলো দেখুন।
9. https://youtu.be/O9t9GZHmK6g
10. https://youtu.be/D1Nv17NAiTc
11. https://youtu.be/CrsKf2zda9g
12. https://youtu.be/z0GGTMRyd0A

প্রত্যেকটা সফটওয়্যার বা অডিও এডিটিং এর মূল বিষয় হচ্ছে এর ইফেক্টস গুলোর ব্যবহার। আপনি এই ইফেক্টস গুলো ব্যবহার করে করেই অডিও এডিটিং এর সব ধরনের কাজ করবেন। আপনি যত ক্রিয়েটিভ হবেন, আপনার চিন্তা যত ক্রিয়েটিভ হবে আপনি তত ভাল কাজ করতে পারবেন। আমি এখানে খুব বেসিক বিষয় গুলো সাধারন ভাবে আলোচনা করতে চেষ্টা করেছি। আপনারা আশা করি, এই ভিডিও গুলো দেখবেন। এই ভিডিও গুলো দেখলেই আপনি মোটামোটি এই তিনটা সফটওয়্যার এর কাজ পারবেন।
13. https://youtu.be/o_TgTd5VHzo
14. https://youtu.be/38tPzaU1d1A
15. https://youtu.be/7sSMlY-BR94
16. https://youtu.be/YCHXnxJbg98
17. https://youtu.be/S1Jo3b01-5o
18. https://youtu.be/zz5Vl10nJ7U
19. https://youtu.be/Ks5crN_x6jo

এখন মনে করেন আপনার কণ্ঠ ভাল না। গান গাইতে সাহস হচ্ছে না। গান গাইতে পারেন না। তো কি করবেন? তার মানে কি আপনি কখনো গান গাইবেন না?
অবশ্যই আপনি গান গাইবেন। আপনি এমন গান করবেন যে আপনার গার্লফ্রেন্ড কেন তার গুষ্টি শুদ্ধ আপনার গানের ভক্ত হয়ে যাবে। সে জন্য আপনাকে অটোটিউন শিখতে হবে। আপনি অটো টিউন ভাল পারলে আপনি কবিতা বল্লেও ওটা গান হয়ে যাবে। আমি অটো টিউন নিয়ে দুইটা ভিডিও আপলোড করেছি, আপনি ভিডিও দুইটা দেখার পর আপনার গান গাইতে আর নেইকো মানা।
20. https://www.youtube.com/watch?v=sfmzcFribJg
21. https://www.youtube.com/watch?v=qzttG03Ny6A

এখন হইতো ভাবছেন, ভাই সবইতো বুজলাম। গানও করলাম। এডিটও করলাম, অটোটিউন ও করলাম। এখন মিউজিক দিয়ে কিভাবে গান করবো?
কোন সমস্যা নাই আমি আপনার এই প্রশ্নের উত্তরে বলবো, কিভাবে যেকোন গান থেকে মিউজিক আলাদা করবেন, তারপর সেই মিউজিকের সাথে মিলিয়ে কিভাবে গান করবেন এবং মিউজিকের সাথে কিভাবে আপনার গান মিক্সিং এবং মাষ্টারিং করবেন এই সব বিষয় নিয়ে 3 টা ভিডিও দিয়েছি। আপনি এই তিনটা ভিডিও দেখার পর আশা করি আপনাকে সিঙ্গার হতে কেউ ঠেকাতে পারবে না।
22. https://www.youtube.com/watch?v=xau3X7weGdA
23. https://www.youtube.com/watch?v=mff-p-HzLxo
23. https://www.youtube.com/watch?v=DpEK8JcsiHc

আজকে অনেক বক বক করে ফেলেছি। আশা করছি আমার এই বক বক থেকে আপনারা যারা অডিও এডিটিং শিখতে চান আপনাদের বিন্দুমাত্র হলেও উপকার হবে, অডিও এডিটিং শিখার একটা গাইডলাইন পাবেন।
আপনাদের জন্য শুভকামনা প্রত্যাশা করে আমার টিউন এখানেই শেষ করছি। ভাল থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles