Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

শিখে নিন কিভাবে ছেলে কণ্ঠকে মেয়ে কণ্ঠ বানাবেন ! অডিও এডিটিং কোর্স

$
0
0

প্রিয় টেকটুইটস কমিউনিটি,
সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন।
আজকে আমি যে বিষয়টা নিয়ে টিউন করছি এটা সত্যি অনেক মজাদার একটা বিষয়। অনেকেই হয়তো কিভাবে ছেলে কণ্ঠকে মেয়ে কণ্ঠ বানাতে হয় এই বিষয়ে অনেক গুগলিং করেছেন। আমিও করেছি । সবশেষে একটা প্ল্যাগিন এর সন্ধান পেয়েছি যেটার নাম Rovee । এই প্ল্যাগিনটা এফ এল স্টুডিও এর ভিএসটি প্ল্যাগিন। আপনি এই প্ল্যাগিনটা ব্যবহার করে খুব সহজে ছেলে কণ্ঠকে মেয়ে কণ্ঠ বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মেয়ে কণ্ঠকে ছেলে কণ্ঠ বানাতে পারবেন।
আশা করি আজকের টিউনটা পড়ার পর ছেলে কণ্ঠকে মেয়ে কণ্ঠ বানাতে আপনাকে কেউ রুখতে পারবে না। তাহলে চলুন শুরু করি।

কাজটা করার জন্য:
1. আপনাকে সর্ব প্রথম প্ল্যাগিনটা ডাউনলোড করতে হবে এবং আপনার কম্পিউটারে এফএল স্টুডিও সফটওয়্যারটা ইন্সটল থাকতে হবে। দুইটা সফটওয়্যার ডাউনলোড লিংক পাবেন : এখানে পিন পোষ্ট টা দেখুন
2. তারপর প্ল্যাগিন ডাউনলোড হয়ে গেলে ভেতরে একটা ডিএলএল ফাইল পাবেন ওটা এফএল স্টুডিও এর প্লাগিন ডিরেক্টরি এর ভিএসটি ফোল্ডারে পেষ্ট করতে হবে ।
3. তারপর এফএল স্টুডিও ওপেন করে মিক্সার থেকে নিউ ইফেক্ট ড্রপডাউনে ক্লিক করে Rovee সিলেক্ট করে ছেলে কণ্ঠকে মেয়ে কণ্ঠ বানাতে পারবেন।
4. যদি ইফেক্ট লিষ্ট এ Rovee প্ল্যাগিন টাকে না দেখতে পান তাহলে একই উইন্ডো থেকে More এ গিয়ে ফাষ্ট স্ক্যান দিবেন তাহলে প্লাগিনটাকে দেখতে পারবেন । তারপর Rovee টাকে সিলেক্ট করলেই ইফেক্ট লিষ্টে Rovee ইফেক্ট দেখতে পারবেন।

বুজতে অসুবিদা হচ্ছে? হওয়ারই কথা । কারন আপনি অডিও এডিটিং না জানলে কথা গুলো জটিল মনে হওয়া খুবই স্বাভাবিক। তাহলে আগে অডিও এডিটিং শিখে আসেন এখান থেকে :

অডিও এডিটিং ফুল কোর্স: এখানে ক্লিক করে সব গুলো ভিডিও দেখুন

অডিও এডিটিং শিখতে চাচ্ছেন না? কোন সমস্যা না। নিচের লিংকে দেয়া ভিডিওটি দেখুন, ওখানে খুব সহজে দেখানো হয়েছে কিভাবে ছেলে কণ্ঠ থেকে মেয়ে কণ্ঠ বানাবেন:

ভিডিও টিউটরিয়াল লিংক: https://www.youtube.com/watch?v=SDpw4n1pc5k

তাহলে ঠিক আছে, আপনারা ছেলে কণ্ঠ থেকে মেয়ে কণ্ঠ এবং মেয়ে কণ্ঠ থেকে ছেলে কণ্ঠ বানিয়ে আনলিমিটেড ফান করতে থাকুন ।
আজকে এখানেই বিদায় ।
ভাল থাকবেন ।

আল্লাহ হাফেজ ।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles