Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

তিনদিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড মেলার আয়োজন

$
0
0

ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ শুরু হতে যাচ্ছে ১৯ অক্টোবর থেকে। তিনদিনব্যাপী এই মেলার স্লোগান ঠিক করা হয়েছে ‘নন স্টপ বাংলাদেশ’। এই মেলায় অংশ নিবে ৪০ টি মন্ত্রণালয়। মুলত মন্ত্রণালয়গুলোর ডিজিটাল কার্যক্রম তুলে ধরতেই এই মেলার আয়োজন।

এই তথ্যপ্রযুক্তি মেলা(আইটি এক্সপো) হতে যাচ্ছে দেশে তৃতীয়বারের মত।মাননীয় প্রধানমন্ত্রী মেলার উদ্ভোদন করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ১৯ থেকে ২১ অক্টোবর তিনদিনব্যাপী এই মেলার ভিন্ন ভিন্ন আয়োজনে থাকছে সফটওয়্যার শোকেসিং,মোবাইল ইনভেশন,ই-কমার্স,ই-গভরনেন্স এক্সপোজিশন,স্টার্টআপ জোন।এই মেলার মুল উদ্দেশ্য বিভিন্নভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিষয়টি তুলে ধরা।রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলা হবে বলে জানা গেছে।

Digital World 2016

এই মেলা সংক্রান্ত সভায় জানানো হয়, আইসিটি বিভাগের আয়োজনে এবারের মেলায় প্রায় ৫০ জন বিদেশি আইসিটি বিশেষজ্ঞ ছাড়াও তিন লাখ দর্শনার্থীর সমাগম হতে পারে। গত বছর ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনে নয় কোটি ৫৪ লাখ টাকা খরচ হয়েছিল। এবার খরচ ধরা হয়েছে নয় কোটি ৮৮ লাখ টাকা। বিসিসি, বেসিস ও এটুআই এবারের মেলার সহযোগী আয়োজক।

বিস্তারিত জানতে জানতে এখানে ভিজিট করুন


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles