Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

ডিজিটাল ওয়ার্ল্ডে ৪০টি মন্ত্রনালয় তুলে ধরবে তাদের কার্যক্রম

$
0
0

বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু হতে যাচ্ছে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬”।তিনদিনব্যাপী বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তি বিষয়ক মেলা ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬।এই মেলা শুরু হতে যাচ্ছে ১৯ অক্টোবর থেকে যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত।রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বেসিস এই দুইটি টিম এক সাথে কাজ করছে মেলাটির। অর্থ মন্ত্রনালয়ের সোমবারের সভাকক্ষে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬” এর উপদেষ্টা কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়।রোববার সচিবালয়ের “ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬” সম্মেলন উপলক্ষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়জিত এক সংবাদ সম্মেলনে এমন সংবাদ জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী প্রমুখ।

Digital World 2016

এই প্রযুক্তি বিষয়ক মিলন মেলায় অংশ নিবে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান।“ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬” এ সরকারের ৪০টি মন্ত্রনালয় তাদের কার্যক্রম তুলে ধরবে। তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী প্রমুখ।
তৃতীয়বারের মত এই ধরনের প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।২০১৮ সালে ১০০ কোটি এবং ২০২১ সালে ৫০০ কোটি ডলারের সফটওয়ার রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ক মেলা “ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬” এর আয়োজন করা হচ্ছে।তিনদিনব্যাপী এই আয়জনের মুল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।ডিজিটাল ওয়ার্ল্ড আইটি এক্সপোতে নেপাল,ভুটান,উগান্ডা, সৌদি আরব,সুরিনাম, ভিয়েতনাম, ও মালদ্বীপের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এই মেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আটটি কমিটি গঠন করা হয়েছে। তিনদিনব্যাপী আইসিটি বিষয়ক এই মেলায় ৫০ জন বিদেশি আইসিটি বিশেষজ্ঞ ছাড়াও তিন লাখ দর্শনার্থীর সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। গত বছর ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনে নয় কোটি ৫৪ লাখ টাকা খরচ হয়েছিল। এবার খরচ ধরা হয়েছে নয় কোটি ৮৮ লাখ টাকা। বিসিসি, বেসিস ও এটুআই এবারের মেলার সহযোগী আয়োজক।

বিস্তারিত জানুন


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles