ইন্টারনেট থেকে অর্থ উপার্জন মোটেই ফ্রি নয়। আপনাকে একটু হলেও পরিশ্রম করতে হবে। আর যে জিনিসটির প্রয়োজন তা হচ্ছে ধৈর্য্য। আরেকটি বিষয় মনে রাখবেন ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করার যদি চিন্তা করে থাকেন তাহলে কোন ভাবেই প্রাথমিক অবস্থায় এটাকে আপনার প্রধান কিংবা একমাত্র অর্থ উপার্জন করার উপায় হিসেবে ধরে নিবেন না। অন্যান্য কাজের পাশাপাশি একটা সাইট জব হিসেবে শুরু করুন। তারপর যখন ধীরে ধীরে আরো অনেক কিছু বুঝতে পারবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করা উচিত।
NeoBux থেকে কিভাবে টাকা উপার্জন করা যাবে সে সম্পর্কেই আজকে বিস্তারিত লিখব। প্রথমেই NeoBux সাইট সম্পর্কে বলে নিই। এই সাইটটি pay per ad সাইটগুলোর মধ্যে সবচেয়ে trustworthy বা বিশ্বাসযোগ্য। প্রায় তিন বছর যাবত এই সাইটটি তার Member দের টাকা Paid করছে। যখনই আপনার Earning $2 হবে তখনই Your Payment option টি সবুজ রং ধারণ করবে। এরপর সেখানে ক্লিক করলেই Instant বা সাথে সাথে টাকা এসে আপনার payza.com/bangladesh বা PayPal account এ এসে জমা হবে।
রেজিষ্ট্টেশন করতে নিচে ব্যানারে ক্লিক করুনঃ
একাউন্ট খুলার পর,
১. প্রতিদিন আপনাকে ad visit করতে হবে।
২. ad এর সংখ্যা মাত্র 10টি।
৩. প্রতিটি ad থেকে $0.01 করে আপনার একাউন্টে জমা হবে।
কিভাবে আরো বেশী টাকা উপার্জন করা যাবে:
১. NeoBux থেকে প্রাথমিক অবস্থায় আপনাকে ৩০দিন এবং ১০০টি ক্লিক করার পর আপনি আপনার direct referral বানাতে পারবেন।
২. direct referral ছাড়া আপনি referral কিনতে পারবেন এক মাসের জন্যে, $0.60 এর বিনিময়ে তিনটি। এরা প্রতিদিন যা ক্লিক করবে তার একটি নির্দিষ্ট অংশ আপনার একাউন্টে জমা হবে। $1 এর বিনিময়ে পাচটি। এভাবে আরো কেনার সুবিধা আছে। সর্বোচ্চ $20 এর বিনিময়ে একশটি। একবার referral কেনার পর ৭ দিন পর আপনি আবার referral কিনতে পারবেন। referral কেনার টাকা আপনার main balance থেকে পরিশোধ করতে পারবেন।
referral থেকে আপনি কতটুকু আপনার একাউন্টে জমা হবে:
১. প্রতিটি referral থেকে $.01 করে আপনি পাবেন। অর্থাৎ আপনার যদি ১০০০টি referral থাকে তাহলে দৈনিক referral থেকে আপনি পাবেন-
= $.01 * 1000 = $10
রেজিষ্ট্টেশন করতে নিচে ব্যানারে ক্লিক করুনঃ
আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না। প্রতিদিন শুধু ৪টি করে ad visit করতে হবে। এতে সময় খুব বেশী হলেও দশ মিনিট। একটু ধৈর্য্য ধরে এভাবে ক্লিক যদি করতে পারেন, এক সমসয় আপনার Earning বৃদ্ধি পাবে। এই পদ্ধতী আপনাকে রাতারাতি সম্পদশালী বানিয়ে দিবে না। কিন্তু প্রতিদিন একটু একটু করে কিছু অর্থ যদি উপার্জন করতে পারেন তাহলে সেটা মন্দ কি!