কল্পনা করুন আপনি রাস্তা দিয়ে হাটছেন। হটাত কিছু প্রাকৃতিক দৃশ্য আম্নার মন কেরে নিল। কিন্তু আপনার মোবাইলের ক্যামেরাটি মান সম্মত নয়। অতবা ফেভারিট গানটি আড্ডায় সকল বন্দুদের শোনাতে চান,কিন্তু মোবাইলের স্পিকার তত লাউড না। কিন্তু আপনার কাছে যদি একটি মডুলার ফোন থাকে তবে এগুলো কোন ব্যপারই না। আপনি ততক্ষনাত আপনার মোবাইলের ক্যামেরা বা স্পিকারটি পরিবর্তন করে নিতে পারবেন। মডুলার ফোনের বিষেশত্ত হচ্ছে এর বেশ কিছু পার্টস আপনি নিজের মত করে তৎক্ষণাৎ পরিবর্তন করে নিতে পারবেন। মডুলার ফোনের আইডিয়া টি প্রচার হবার পর থেকেই এ নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে । সবার স্মার্টফোন প্রিয় তরুন দের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলো এটি।টেক বিশ্বের মোড়ল গুগল এটি নিয়ে “গুগল আরা” নামক একটি প্রোজেক্ট ও তৈরী করে ছিল। কিন্তু এ বছরের মাঝামাঝি কিছু টেকনিকাল সমস্যার কারণে প্রোজেক্টটি বন্ধ হয়ে যায়। এ সুযোগ নিয়ে টেক জাইয়ান্ট “এলজি” এবং ‘মটোরোলা” বিশ্বের প্রথম মডুলার ফোন বাজারে আনে। আজকে আপনাদের বলব মটোরোলার নতুন মডুলার ফোন “MOTO-Z” নিয়ে।
৪ জিবি র্যালম,১.৮ গিগাহার্জ স্নাপড্রাগন ৮২০ প্রসেসর, ৬৪ জিবি ইন্টারনাল মেমরী,৪জি সাপরট,১৩ মেগা পিক্সেল ক্যামেরা সহ আরো অনেক আকর্ষণীয় ফিচার নিয়ে এ বছরের জুনে বাজারে আসে “MOTO-Z”মডুলারস্মারটফোনটি। ফোনটির পিছনে ১৬ টি পিন আছে যার মাধ্যমে মডিউল টি সেটের সাথে যুক্ত হয়।
আপাতত “হ্যাসেলব্লেড”,”জেবিএল সাউন্ড বুস্ট” এবং “মোটো ইন্সটা শেয়ার” মডিউল গুলো যথাক্রমে ক্যামেরা,স্পিকার এবং প্রোজেক্টরের জন্য বাজারে ছাড়লেও অদুর ভবিষ্যতে আরো আকর্ষণীয় মডিউল বাজারে আনার আশা ব্যাক্ত করেছে মটোরোলা।