নেক্সাস সিরিজের নাম পরিবর্তন করে দেয়া হয়েছে এখন পিক্সেল। গুগলের স্মার্টফোন সিরিজ নেক্সাসেরই পরবর্তী সংস্করন পিক্সেল। পিক্সেল ফোনটির সাথে গুগলের ওয়ালপেপার অ্যাপ উন্মুক্ত করার ঘোষণা দেয়া হয়েছিল। এবার গুগলের সেই ওয়ালপেপার অ্যাপ উন্মুক্ত করেছে গুগল।
গুগলের নতুন ওয়ালপেপার অ্যাপ অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন বা তার পরের সব সংস্করণের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা যাবে।তবে অ্যান্ড্রয়েড ৭.০ বা নোগাট সংস্করণে এই ওয়ালপেপার অ্যাপ এর বিশেষ কিছু ফিচার পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এই গুগল ওয়ালপেপার অ্যাপ গুগলের নতুন এই অ্যাপ ব্যবহার করে ‘আর্থ’, ‘ল্যান্ডস্কেপ’, ‘লাইফ’, ‘টেক্সচারস’ প্রভৃতি বিভাগের বিভিন্ন ওয়ালপেপার পছন্দ করতে পারবেন ব্যবহারকারী। অ্যাপটি ব্যবহার করে স্মার্টফোনে থাকা অন্যান্য ওয়ালপেপার অ্যাপ কিংবা গ্যালারিতেও ঢুকে ওয়ালপেপার পরিবর্তন করা যাবে। গুগল আর্থ, গুগল প্লাস বা অন্যান্য গুগল সেবা থেকে ছবি পেতে সাহায্য করবে গুগলের এই ওয়ালপেপার অ্যাপটি।