কোন রকম রুট ছাড়াই এখন গেম হ্যাক করা যাবে সাথে অ্যাপও পারচেজ করা যাবে। সাধারনত রুট ব্যবহারকারীরা সাধারন ব্যবহারকারীদের থেকে বেশি সুবিধা পেয়ে থাকে।গেম হ্যাক করা অ্যাপ পারচেজ করা সব ধরনের কাজে একটু বেশি সুবিধা পেয়ে থাকে। রুট ইউজারদের জন্য গেম হ্যাক করা বা অ্যাপ পারচেজ করার জন্য অনেক ধরনের অ্যাপ রয়েছে যা সাধারন ইউজারদের জন্য এই ধরনের কোন সুযোগ সুবিধা নেই। কিন্তু এমন একটি অ্যাপ রয়েছে যার সাহায্যে ফোন রুট করা ছাড়াই গেম হ্যাক করা যাবে এমনকি অ্যাপও পারচেজ করা যাবে।
সব ধরনের গেম হ্যাক করা যাবে এই কথাটা জোর দিয়ে বলা যাচ্ছে না তবে অধিকাংশ গেমই হ্যাক করা যাবে এই অ্যাপ এর সাহায্যে এবং তা করতে পারবেন আনরুট ইউজাররা।
অ্যাপটির নাম Creehack Pro। এই অ্যাপটির সাইজ ৭০০ কিলোবাইট। অ্যাপটি ডাউনলোড করতে ডাউনলোড লিঙ্কে গিয়ে free download এ ক্লিক করতে হবে। এরপর coad দিয়ে download file এ ক্লিক করবেন।দেখবেন তখন নীচে অ্যাপটির নাম দেখাচ্ছে। এবার অ্যাপটির নাম এর উপর ক্লিক করুন। দেখবেন ডাউনলোড হচ্ছে।ডাউনলোড হয়ে গেলে Creechack এর মধ্যে ঢুকে Enable Creehack করে দিন।