Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

পাসওয়ার্ড এর ঝামেলা এড়াতে ৫ প্রযুক্তি

$
0
0

কি পাসওয়ার্ড দিবেন এই নিয়ে ঝামেলায় আছেন? ক্যারেকটার, স্পেশাল ক্যারেকটার নাকি নাম্বার কি দিবেন পাসওয়ার্ড এই নিয়ে অনেকেই ভাবেন। এখন আর এসব নয় এবার আপনি নিজেই হয়ে উঠুন আপনার পাসওয়ার্ড। আপনিই এখন হয়ে উঠুন আপনার পাসওয়ার্ড যা সবচেয়ে নিরাপদ।

আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এখন কাজ করবে আপনার পাসওয়ার্ড হিসেবে। অঙ্গ প্রতঙ্গ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা অবশ্য নতুন পদ্ধতি নয়। পাসওয়ার্ড হিসাবে চোখ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান অনেক আগে থেকেই রয়েছে। কিন্তু অতটা প্রচলিত নয়। উল্টো দিকে ম্যানুয়াল পাসওয়ার্ডের ঝক্কিও অনেক বেশি। পাসওয়ার্ড হ্যাক করে যে কেউ অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারেন। খুব দ্রুত আপনার পাসওয়ার্ড বদলাতে চলেছে এই ৫টি প্রযুক্তি। যা অনেক বেশি নিরাপদ।

password

দেখে নিন কী সেগুলো :

ফিঙ্গারপ্রিন্ট :

এই পদ্ধতিটি ভীষণ ভাবে নিরাপদ। কারণ মাতৃগর্ভ থেকে মৃত্যু— ফিঙ্গারপ্রিন্ট কারও বদলায় না।

ভয়েস :

ভোকাল ট্রাক জিওমেট্রি, কন্ঠস্বর, পিচ এবং কন্ঠস্বরের ব্যপ্তি পরিমাপ করে পাসওয়ার্ড স্থির করা হয়। সে ক্ষেত্রে অনলাইন অ্যাকাউন্টে লগ ইন করার জন্য সিস্টেমের সঙ্গে কন্ঠস্বরের পরিচিতি করাতে হবে।

বিস্তারিত জানুন


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles