Meizu ব্র্যান্ড এর নতুন ফিচারের মোবাইল ফোন Meizu M3 Note। Meizu ব্র্যান্ড এর এই ফোনটির মুল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৭৯৯ টাকা। স্মার্টফোন কোম্পানি গুলো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নতুন নতুন ফিচারের এবং এক্সক্লুসিভ ডিজাইনের ফোন বাজারে নিয়ে আসছে। এই স্মার্টফোনটিও তার বাইরে নয়।
ফোনটি কোন দিক থেকেই বাজারের অন্য ফোনগুলির থেকে পিছিয়ে নেই। ব্যাটারি, ডিজাইন, ক্যামেরা সব দিক থেকেই উন্নত Meizu ব্র্যান্ড এর এই মডেলটি। ৫.৫ ইঞ্ছির স্মার্টফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল এর অসাধারন ক্যামেরা।এই ফ্ল্যাগশীপ ডিভাইসের ফিচারের মধ্যে রয়েছে মেটাল বডি, বড় ডিসপ্লে, অসাধারন ক্যামেরা এবং সুপার ব্যাটারি লাইফ।
Meizu M3 Note এর ডিজাইন-
এই ডিভাইসটি এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে এসেছে যা অনেকটাই দেখতে আইফোন৬ এর মত। মোবাইল ফোনটি অ্যালুমিনিয়াম- অ্যালয় মেটাল বডির। এই স্মার্টফোনের সামনে রয়েছে দাগ এবং আঘাত প্রতিরোধী ৫.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং সাথে রয়েছে ১০৮০*১৯২০ পিক্সেল রেজুলেশন।