আপনার ফোনেই এবার থাকবে ডাক্তারখানা। আপনার মোবাইল ফোনে দুটি অ্যাপ ইন্সটল করে নিন। যে অ্যাপ দুটি আপনাকে সাহায্য করবে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে। কোন রোগের কি অসুধ, কখন খেতে হবে, কিভাবে খেতে হবে সব জানা যাবে এই দুটি অ্যাপ থেকে। বিপদের সময় আপনাকে সাহায্য করবে অ্যাপ দুটি আপনাকে।
মানুষ যেকোন সময় অসুস্থ হয়ে যেতে পারে। অসুখ বলে আসে না তাই সব ধরনের ব্যবস্থা হাতের কাছে থাকাই ভাল। কারন সব সময়তো ডাক্তারের কাছে যাওয়াও সম্ভব হয়না। এমন একটি অ্যাপ যদি হাতের কাছে থাকে তাহলে আপনি অনেক ঝামেলা থেকেই মুক্তি পাবেন। এই অ্যাপ দুটি থেকে আপনি প্রায় সব ধরনের সুবিধাই পাবেন। প্রায় সব ধরনের অসুখের জন্যই আপনি সাহায্য পাবেন এই অসাধারন দুটি অ্যাপ থেকে। আপনি কি ধরনের সমস্যায় পরেছেন, কি অসুধ খেতে হবে তার জন্য, কখন খেতে হবে , কিভাবে খেতে হবে সবই বলে দিবে এই অ্যাপ আপনাকে। এমনকি আপনি অসুধটি খাওয়ার আগে খাবেন নাকি খাওয়ার পরে খাবেন সবই বলে দিবে অসাধারন অ্যাপ দুটি।
অ্যাপ দুটির নাম হচ্ছে Incepta medicine এবং Square medicine। Incepta medicine অ্যাপটির সাইজ ১.৭ এমবি। এবং Square medicine অ্যাপটির সাইজ ১২ এমবি।
অ্যাপ দুটি ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ এর নাম দিয়ে সার্চ করুন। এবার অ্যাপ এর নামের উপর ক্লিক করুন দেখবেন অ্যাপ ডাউনলোড হচ্ছে। এরপর অ্যাপটি ওপেন করে install এ ক্লিক করলেই আপনি আপনি পেয়ে যাবেন অ্যাপটি। এবং সব ধরনের সুবিধা পাবেন অ্যাপ দুটি থেকে।