Quantcast
Viewing all articles
Browse latest Browse all 3243

দশম বার্ষিকীতে অ্যাপলের নতুন আইফোন

২০১৭ সালে অ্যাপলের আইফোন বাজারে নিয়ে আসার দশম বছর হতে যাচ্ছে। সেই উপলক্ষ্যে অ্যাপল নিয়ে আসছে নতুন আইফোন এমনটাই শোনা যাচ্ছে।

আইফোন টি আসছে নতুন সাইজের স্ক্রিন এবং আসছে তৃতীয় মডেলের আরেকটি স্মার্টফোন।নতুন আইফোনের বৈশিষ্ট সম্পর্কে দুটি তথই ফাঁস করেছেন কোম্পানিটির একজন শীর্ষ নির্বাহী কর্মকর্তা।

অ্যাপলের নতুন আইফোন সম্পর্কে পাওয়া তথ্য গুলি হচ্ছে-

নতুন আইফোনটি আইফোন ৭ এর ধারাবাহিক নিয়মে হবে না। আইফোন ৮ অথবা আইফোন ৯ নিয়ে আসার সম্ভাবনা আছে।এবার যখন দশম বছর অ্যাপলের আইফোন বাজারে নিয়ে আসার তাই অ্যাপল অবশ্যই বিশেষ কিছু নিয়ে আসবে ধারনা করা হচ্ছে। কোম্পানিটি তাদের বর্ষপূর্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্যটি দিয়ে বছরটি চিহ্নিত করে রাখবে এমন ভাবা হচ্ছে। অবশ্য এমন ভাবাটাই স্বাভাবিক।

এই নতুন ফোনটিতে কোন বর্ডার থাকবে না পৃষ্ঠতলে তার মানে সারা ফোন জুরেই থাকবে ডিসপ্লে।

ফোনের দেহটি অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে পুরোটাই কাচের তৈরি হবে। এর আগে আইফোন ৪ এবং ৪ এস-তে কাচের পিঠ দেখা গেছে।
মরিচারোধক স্টিল ফ্রেমের সঙ্গে আরেকটু বড় একটি স্ক্রিনসহ তৃতীয় আরেকটি বিলাসী মডেলও বাজারে ছাড়বে অ্যাপল। স্ক্রিনটির আয়তন হবে ৫.৮ ইঞ্চি। অ্যালুমিনিয়াম ফ্রেমের বদলে এতে মরিচারোধক স্টিল ফ্রেম ব্যবহৃত হবে।

বিস্তারিত


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles