Smartphone কে আরও মসৃণ ভাবে ব্যবহারের জন্য HTC Mini + নামের একটি Bluetooth Phone/ Side kick নিয়ে আসছে Buymobile.com.bd । কিছু নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে Buymobile.com.bd এর এই প্রচেষ্টা । Bluetooth এই ফোনটিতে রয়েছে ১২৮x১২৮ রেজুলেশনের ১.৫ ইঞ্চি ডিসপ্লে এবং ৩২০ এমএইচএস ব্যাটারী । ছোট হলেও ফোনটিতে রয়েছে কিছু চমৎকার ফিচার । যেকোন HTC Smartphone এর সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে Smartphone এর মতই ব্যবহার করতে পারবেন ।
ছোট এই ফোনটির মাধ্যমে আপনি কল করতে এবং কল রিসিভ করতে পারবেন । ছবি তোলার জন্য Smartphone এর ক্যামেরা বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন । ম্যাসেজ পাঠাতে পারবেন, ম্যাসেজ দেখতে পারবেন ।এছাড়াও NFC সুবিধা রয়েছে ছোট এই ডিভাইসটিতে, যার ফলে ডাটা ট্রান্সফার হবে আরও সহজ । আপনার Smartphone থেকে ১০ মিটার দূরত্ব পর্যন্ত কাজ করবে এই ডিভাইস । এক কথায় ছোট এই ফোনটিকে আপনি আপনার Smartphone এর দ্বিতীয় পর্দা হিসেবে ব্যবহার করতে পারবেন । এছাড়াও ছোট এই ডিভাইসটির চমৎকার ফিচার হল এই ডিভাইসটিকে আপনি ফোন ছাড়াও টিভির রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন ।
Buymobile.com.bd চমৎকার ছোট্ট এই ব্লুটুথ ফোনটির দাম রেখেছে মাত্র্র ১৯৯৯ টাকা । যা অনেক বেশি রিজেন্যাবল । লিমিটেড স্টকের মধ্যে ক্রেতা সাধারণের চাহিদা মিটাতে প্রি-অর্ডারের ব্যবস্থা নিয়েছে Buymobile.com.bd । Buymobile.com.bd আজ থেকে আগামী ১০ তারিখ পর্যন্ত তাদের ওয়েবসাইট (Buymobile.com.bd) থেকে প্রি-অর্ডার দেওয়ার সুযোগ করে দিয়েছে ।