সামসাং নিয়ে এলো তাদের নতুন ফোনে নতুন ধরনের সফটওয়্যার। সামসাং এর নতুন ফোন গ্যালাক্সি ৮ এর সাথে থাকছে নিজস্ব ডিজিটাল সহকারী সফটওয়্যার।সামসাং এর এই স্মার্টফোনে রয়েছে হোম অ্যাপ্লায়েন্স ও পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যে কণ্ঠস্বরের মাধ্যমে সেবা দেওয়ার সফটওয়্যার।
এ বছরের অক্টোবর মাসে স্যামসাং ভিভ ল্যাবস নামের একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করে। ভিভসের উদ্যোক্তা এর আগে অ্যাপলের সিরি নামক ভার্চ্যুয়াল সহকারী সফটওয়্যার তৈরি করেছিলেন। ভিভ নামের ওই সফটওয়্যার গ্যালাক্সি এস ৮-এ থাকবে।আগামী বছরের শুরুতেই নতুন স্মার্টফোন আনতে পারে স্যামসাং। অবশ্য এর ফিচারগুলো এখনো নির্দিষ্ট করে বলেনি স্যামসাং। তবে নতুন সফটওয়্যার যুক্ত করার বিষয়টি ইঙ্গিত দিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার এই সফটওয়্যার যুক্ত করার মাধ্যমে আমাজন, অ্যাপল, গুগল, মাইক্রোসফটের পথে পা বাড়াল স্যামসাং।
স্মার্টফোনের বাজারে নোট ৭ নিয়ে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর এস ৮ স্মার্টফোনটির সফলতার ওপর ক্রেতাদের মন জয় করার বিষয়টিতে নির্ভর করছে স্যামসাং। নোট ৭ স্মার্টফোনটিতে আগুন ধরে যাওয়ার অভিযোগ ওঠায় তা বাজার থেকে ফিরিয়ে নেয় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি, এমনটাই বলেছে বাজার বিশেষজ্ঞরা।