আসসালামু আলাইকুম, আমি তানভির রহমান। এটা আমার প্রথম টুইট। আসলে কেউই দক্ষ থাকে না, সকলকেই দক্ষ হতে হই। আর সকলের জীবনেই এই প্রথম লিখাটা থাকে। আর, সেখান থেকেই একজনের লিখা শুরু হই। আর আমার লিখা শুরু এখান থেকে। ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজের কথাই আসা যাক । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর অতি গুরুত্পূর্ণ একটি অংশ এই সোসাইল বুকমারকিং। আমি আপনাদের জন্য “সোসাইল বুকমারকিং” নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
সোসাইল বুকমারকিং কি?
সোসাইল বুকমারকিং আসলে লিঙ্ক সেভ এবং শেয়ার করার একটি মাধ্যম । আমরা যখন কোন গুরুত্বপূর্ণ লিঙ্ক পাই, সেটা আমাদের ব্রাউজার-এ বুকমার্ক করে রাখি। ঠিক একই কাজ আমরা যখন সোসাইল বুকমারকিং সাইট এ করি, তখন এটাকে সোসাইল বুকমারকিং বলে।
সোসাইল বুকমারকিং কেন করা হই?
আমরা আমাদের ব্রাউজার-এ লিঙ্ক বুকমার্ক করি তাহলে এটা শুধু আমি নিজেই ডিভাইস থেকে দেখতে পারব ,কিন্তু সোসাইল বুকমারকিং সাইট এ বুকমার্ক করলে আমি ও অন্য অনেকেই , অনেক জাইগা থেকে দেখতে পারবে, তাই সোসাইল বুকমারকিং সাইট এ বুকমার্ক করা হই।
আমরা সোসাইল বুকমারকিং কেন করব?
ধরুন, আপনি একটা ভাল সাইট তৈরী করেছেন, কিন্তু ভাল ভিজিটর , ট্রাফিক ও গুগল পেজ এ রাঙ্ক পাচ্ছেন না। সোসাইল বুকমারকিং এর মাধ্যমে আমরা ভিজিটর , ট্রাফিক ও গুগল পেজ রেঙ্ক পেতে পারি। সোসাইল বুকমারকিং এর মাধ্যমে ব্যাকলিঙ্ক তৈরী করতে পারি। নেচারাল ব্যাকলিঙ্ক পেজ রাঙ্ক এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। বুকমারকিং সাইট গুলতে অনেক ভিজিটর ঘুরে বেরাই, তারা সেই সাইট থেকে তাদের প্রয়োজনীয় জিনিসটা সংগ্রহ করে । তাই সোসাইল বুকমারকিং সাইট গুলোতে বুকমার্ক করলে অনেক ভিজিটর পাবা যাই।
কি ভাবে সোসাইল বুকমারকিং করতে হই?
নুতনদের মধ্যে অনেকেই জানে না, বুকমার্ক করার সঠিক পদ্ধতি, তাই তারা এর ঊপকারিতা থেকে বঞ্চিত হই। সোসাইল বুকমারকিং করতে হলে প্রথমে সোসাইল বুকমারকিং সাইট-এ একাউন্ট খুলে লগ ইন করতে হবে। বুকমার্ক করার জন্য ৪টি বিষয় খুব গুরত্তপূর্ণ।
- URL
- Tag
- Titel
- Descrip[tion
- URL: এইখানে ওয়েব সাইট এর লিঙ্ক বসাতে হবে।
- Tag: এইখানে পেজ এর Tag নির্ধারণ করতে হবে।
- Titel: এইখানে পেজের শিরোনাম দিতে হবে।
- Description: এইখানে পেজের সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে।
- সকল ফিল্ড গুলো পুরন করে সাবমিট করতে হবে। এবং কাজের সুবিধার জন্য সেভ করে রাখতে হবে।
তবে কিছু সাইট-এ কিছু ব্যাতিক্রম আছে।
কিছু সোসাইল বুকমারকিং সাইট এর তালিকাঃ-
http://www.stumbleupon.com
- http://www.fark.com/
- http://gen-eff.net/
- http://reddit.com
- http://www.folkd.com
- https://www.diigo.com
- http://www.sitejot.com
- http://www.startaid.com/
- http://autoforward.com/
- http://blogbookmark.com
- http://newsmeback.com
- http://yemle.com
- http://bookmax.net
- http://dizzed.com
- http://postolia.com
- http://www.startaid.com/
- http://www.bookmarkcart.com
- https://slashdot.org
- https://dzone.com/
- http://www.newsvine.com/
ঊপরের সাইট গুলোতে একজন খুব সহজেই একাউন্ট খুলে বুকমার্ক করতে পারে।
লিখাটি পরে কোন ভুল-ভ্রান্তি পেলে অবশ্যই জানাবেন।