Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

৪জি সার্ভিস পাওয়া যাবে ৩জি ফোনে

$
0
0

প্রযুক্তির উন্নতির সাথে মানুষের ৪জি স্মার্টফোনের দিকে আগ্রহ বেড়ে যাচ্ছে।তাই জারা ৩জি ব্যবহারকারী রয়েছে তারা তাদের ৩জি ফোনটি বদলে ৪জি ফোন নেয়ার চন্তা করছে। এখন সহজেই ৩জি ফোনকে করা যাবে ৪জি।

৪জি ফোন ব্যবহার করার জন্য ৩জি ফোন বিক্রি করার কথা অনেকেই ভাবছেন।সেক্ষেত্রে ফোন বিক্রি করার প্রয়োজন নেই। এখন ৩জি ফোনকেই আপনি ৪জি ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন।এর জন্য একটি অ্যাপসের সাহায্য নিতে হবে।

অ্যাপটির নাম MTK ENGINEERING MODE ।

যেভাবে পাবেন অ্যাপটি-

১. গুগল প্লে স্টোরে যান।

২. MTK ENGINEERING MODE দিয়ে সার্চ করুন।

৩. এবার অ্যাপটির মেনুতে গিয়ে Advanced Set অ্যাপে ক্লিক করুন।

৪. এবার অ্যাপটি ওপেন করে ইঞ্জিনিয়ারিং মোডের “mobile specific code” সিলেক্ট করুন।এই কোডটি আপনার হেডসেট নির্মানকারী সংস্থার সার্ভিস সেন্টারে পাবেন।

৫. এবার নেটওয়ার্ক মোডে গিয়ে “4G LITE, WCDMA and GSM” অপশন সিলেক্ট করুন।

৬. এবার সেভ করুন।

৭. ফোনটি এবার রিস্টার্ট করুন।

এর জন্য অবশ্যই ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।হয়ে গিয়েছে আপনার ৩জি ফোন ৪জি। এবার আপনার ৩জি ফোনে ব্যবহার করুন ৪জি সার্ভিস।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles