স্যামসাং এর ফোনগুলিতে বহুদিন ধরেই আমরা হোম কি এর অবস্থান দেখতে পাচ্ছি । তবে এক নতুন প্রতিবেদন বলছে যে, আসন্ন গ্যালাক্সি এস৮ এ আর এই হোম কি এর অবস্থান থাকবে না । এর স্ক্রিনও হবে ফোনের উপরি অংশের পুরো এলাকা জুড়ে । একে ঘিরে কোন বাড়তি অংশ থাকবে না । এর কন্ট্রোল কিগুলি হবে ভার্চূয়াল । এ জন্যে এই স্মার্টফোনে থাকছে কোয়ালকমের আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট যুক্ত রিডার প্রযুক্তি । এই কিগুলি গ্লাসের নিচের দিকে লুকানো অবস্থায় থাকতে পারে । আমরা শীওমি মি মিক্স এ ও মি ৫ এস এ ধরণের প্রযুক্তির ব্যবহার দেখেছি । গ্যালাক্সি এস৮ এর স্ক্রিন হবে সুপার অ্যামোলেড যুক্ত । পেনটাইলের পরিবর্তে এতে থাকবে ফুল আরজিবি ম্যাট্রিক্স । আমরা এতে শুধু মাত্র বাঁকানো প্রান্তের ৫.৫ বা ৫.১ ইঞ্চির ডিসপ্লে দেখতে পাবো । স্যামসাং এর একটি আভ্যন্তরীন সূত্র থেকে আরো জানা গেছে যে, তারা আগামী মার্চ মাসে গ্যালাক্সি এস৮ অবমুক্ত করবে । অবশ্য এটা এপ্রিল মাসের দিকেও হতে পারে । এইচএমসি ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ এর একজন বিশ্লেষক মন্তব্য করেছেনে যে, মোবাইলে নতুন কি হার্ডওয়্যার দেয়া হলো তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেগুলি ব্যবহারের জন্যে কতোটা নিরাপদ হবে । গুজবে আরো জানা গেছে যে, নতুন ডিভাইসটিতে ডুয়েল ক্যামেরা সেটআপের বদলে থাকবে ভিভ ল্যাবের তৈরি উন্নত সফটওয়্যারযুক্ত ইন হাউজ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ।
↧